Lay Off: এবার Apple-এ শতাধিক চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই, নয়া শঙ্কা

কোম্পানির আর্থিক বাজেট কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা, মহামারী করোনা পরবর্তীকালে যে আর্থিক বিপর্যয় নেমে এসছে, তাতে অনেক কোম্পানিই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে।
অ্যাপল সংস্থা
অ্যাপল সংস্থা ছবি আইএএনএস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিশ্বের অন্যতম বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল (Apple)-ও কর্মী ছাঁটাই করেছে। এক-দু জন নয়, একসঙ্গে ১০০ জন চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোম্পানি।

জানা যাচ্ছে, কোম্পানির আর্থিক বাজেট কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা, মহামারী করোনা পরবর্তীকালে যে আর্থিক বিপর্যয় নেমে এসছে, তাতে অনেক কোম্পানিই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। কিন্তু, অ্যাপল-এর মতো অন্যতম বহুজাতিক প্রযুক্তি কোম্পানিতে, তা হবে - সেকথা চিন্তা করেনি বিশ্ববাসী।

মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের জেরে ইতিমধ্যেই কর্মী ছাঁটাই করেছে- মাইক্রোসফট (Microsoft), অ্যামাজন (Amazon), মেটা (Meta), টেসলা (Tesla) এবং ওরাকল (Oracle) সহ একাধিক প্রযুক্তি কোম্পানি।

জুলাই মাসে অ্যাপল-এর সিইও টিম কুক (Tim Cook) বলেন, আমরা আমাদের আর্থিক কাঠামোতে মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছি।'

জানা যাচ্ছে, জুলাই মাস নাগাদ মার্কিন মুলুকে তথ্য-প্রযুক্তি শিল্পে চাকরী হারিয়েছেন ৩২ হাজার কর্মী। ক্রাঞ্চবেস (Crunchbase)-এর তথ্য অনুসারে, এই ছাঁটাই হয়েছে - মাইক্রোসফট (Microsoft) এবং মেটা (Meta) (পূর্ব নাম ফেসবুক)-র মতো একাধিক টেক জায়ন্ট কোম্পানিতে।

এছাড়া, আন্তর্জাতিক পর্যায়ে নেটফ্লিক্স (Netflix), আর্থিক পরিষেবা সংস্থা রবিনহুড (Robinhood), মেকআপ কোম্পানি গ্লসিয়ার (Glossier) এবং মর্টগেজ কোম্পানি বেটার (Better.com)-এও বহু সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে সাম্প্রতিক কালে।

১৬ আগস্ট, মঙ্গলবার জানা যায় কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি দিয়েছে টেক জায়ান্ট গুগল (Google)। মার্কিন সংবাদ মাধ্যমে খবর, গুগল এক্সিকিউটিভরা নোটিশে তাদের কর্মীদের সতর্ক করেছে। গুগল ক্লাউড বিক্রয় বিভাগের কর্মীদের জানিয়েছে, কোম্পানির সার্ভিসের মানোন্নয়ন, উৎপাদনশীলতা এবং গ্রাহক সন্তুষ্টির দিকে নজর দিতে হবে। আগামী ত্রৈমাসিক রিপোর্টে এটি পর্যালোচনা করা হবে। ফলাফল ভালো না হলে, রক্তক্ষরণ ঘটবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in