Amazon: প্রতারণা, তথ্য কারচুপির অভিযোগ! আমাজনকে ২৫ মিলিয়ন ডলার জরিমানা মার্কিন আদালতের

শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘন এবং শিশুদের অভিভাবকদের প্রতারিত করার দায়ে ই-কমার্স জায়ান্ট আমাজনকে ২৫ মিলিয়ন ডলার জরিমানা করল মার্কিন আদালত।
Amazon: প্রতারণা, তথ্য কারচুপির অভিযোগ! আমাজনকে ২৫ মিলিয়ন ডলার জরিমানা মার্কিন আদালতের
ছবি - প্রতীকী
Published on

শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘন এবং শিশুদের অভিভাবকদের প্রতারিত করার দায়ে ই-কমার্স জায়ান্ট আমাজন (Amazon)-কে ২৫ মিলিয়ন ডলার জরিমানা করল মার্কিন আদালত। সূত্রের খবর, মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (FTC) জরিমানার এই বিপুল অর্থ দিতে হবে আমাজনকে।

জানা যাচ্ছে, অ্যালেক্সা (Alexa) হল আমাজনের একটি পরিষেবা প্রকল্প। অভিযোগ, অ্যালেক্সা ভয়েস রেকর্ডিং রেখে এবং তথ্য মুছে ফেলার প্রক্রিয়া সম্পর্কে শিশুদের অভিভাবক ও আলেক্সা ভয়েস পরিষেবার ব্যবহারকারীদের প্রতারণা করে শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘন করছে আমাজন। আর, এর দায়ে আমাজনকে ২৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে মার্কিন আদালত।

FTC-র 'ব্যুরো অফ কনজিউমার প্রোটেকশন'-এর পরিচালক স্যামুয়েল লেভিন বলেন, 'পিতামাতাদের বিভ্রান্ত করার একটি ইতিহাস আছে আমাজনের। অনির্দিষ্টকালের জন্য শিশুদের রেকর্ডিং রেখে এবং শিশুর অভিভাবকদের পক্ষ থেকে তথ্য মুছে ফেলার অনুরোধ না মেনে Children's Online Privacy Protection Act Rule (COPPA) লঙ্ঘন করেছে আমাজন।'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in