নিম্নচাপ শক্তি হারালেও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা, ঝাড়গ্রাম, বর্ধমানে ৩০-৪০ কিমি বেগে ঝোড় হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সাথে বৃষ্টিপাতও চলতে থাকবে। হাওড়া, হুগলি ও কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।
নিম্নচাপ শক্তি হারালেও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা
ছবি - আকশ নে

নিম্নচাপ শক্তি হারালেও শনিবার কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। সাথে উপকুলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ আপাতত কমবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উপকূলীয় এলাকা গুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, ঝাড়গ্রাম, বর্ধমানে ৩০-৪০ কিমি বেগে ঝোড় হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সাথে বৃষ্টিপাতও চলতে থাকবে।

হাওড়া, হুগলি ও কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। শনিবার এই জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। নিম্নচাপ বর্তমানে ঝাড়খন্ডের ওপর রয়েছে।

শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উল্লেখ্য, শুক্রবারও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকেই ঝোড় হাওয়ার দাপট ছিল । যার গতিবেগ ছিল ঘণ্টায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার প্রভাব লক্ষ্যণীয় ছিল।

নিম্নচাপ শক্তি হারালেও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা
Maldah: ২০১৭ সালের বন্যা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in