দেরিতে হলেও অবশেষে সম্মতি, এবার কোভ্যাকসিন উৎপাদন করতে পারবে অন্য সংস্থাও

কোনো সংস্থা কোভ্যাক্সিন উৎপাদন করতে চাইলে ভারত বায়োটেকের সঙ্গে মিলে করতে হবে।
দেরিতে হলেও অবশেষে সম্মতি, এবার কোভ্যাকসিন উৎপাদন করতে পারবে অন্য সংস্থাও
ফাইল চিত্র

করোনার সংক্রমণ ঠেকানোর জন্য দ্রুত টিকাকরণের ব্যবস্থা করা দরকার। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই তার জন্য সবার আগে প্রয়োজন প্রচুর পরিমাণে ভ্যাকসিন তৈরি করা। এবার তাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ভ্যাকসিনে উৎপাদন বাড়ানোর জন্য অন্যান্য সংস্থাকে আহ্বান জানানোর কথা ভাবছে ভারত বায়োটেক। এমনটাই জানালেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য তথা কেন্দ্রীয় সরকারের শীর্ষ পরামর্শদাতাদের অন্যতম ডঃ ভিকে পাল।

তিনি জানান, অনেকেই টিকার অভাব মেটানোর জন্য কোভ্যাকসিনের প্রয়োজনীয় উৎপাদন বাড়ানোর কথা বলছিলেন। তার জন্য অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথাও হচ্ছিল। ভারত বায়োটেক-এর সঙ্গে কেন্দ্রের আলোচনা হয়। তাতে সংস্থা রাজি হয়েছে। টিকাটি শুধু BSL3 ল্যাবে তৈরি করা সম্ভব। কিন্তু এই ল্যাব সব সংস্থার কাছে নেই। যাদের আছে এবং আগ্রহী, তারা টিকা তৈরি করতে পারে। কোভ্যাক্সিন উৎপাদন করতে চাইলে ভারত বায়োটেকের সঙ্গে মিলে করতে হবে। কেন্দ্র সংস্থাগুলিকে সাহায্য করবে। সব সংস্থাকে আহ্বান জানানো হয়েছে।

টিকার অভাবের মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া দুই কোম্পানির কাছে জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের উৎপাদন পরিকল্পনার কথা জানতে চেয়েছিল। তার প্রেক্ষিতেই এই তথ্য দেওয়া হয়। ভারত বায়োটেকের ডিরেক্টর ডঃ ভি কৃষ্ণ মোহন জানিয়েছিলেন যে, জুলাইতে কোভ্যাক্সিনের উৎপাদন বাড়িয়ে ৩.৩২ কোটি করা হবে এবং অগস্টে তা বেড়ে হবে ৭.৮২ কোটি করা হবে৷ প্রসঙ্গত, টিকার উৎপাদনের কারখানা গড়ার জন্য জমি দিতে প্রস্তুত। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার জবাবে এখনও ইতিবাচক কোনও বার্তা না এলেও উত্তরপ্রদেশে টিকা উৎপাদনের কারখানা গড়ার ছাড়পত্র মিলেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in