

বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড বাতিলের অভিযোগ আসছে। আধার কার্ড বাতিল নিয়ে আক্রান্ত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে UIDAI অর্থাৎ Unique Identification Authority of India-র পক্ষ থেকে জানানো হল, কোনও আধার কার্ড বাতিল হয়নি। পাশাপাশি, কোনো বিভ্রান্তি হলে কী করতে হবে তাও জানানো হলো UIDAI–এর পক্ষ থেকে।
সম্প্রতি UIDAI–এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কোনো আধার নম্বর বাতিল করা হয়নি। যদি এই বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে https://uidai.gov.in/en/contact-support/feedback.html৷ এই লিঙ্কে UIDAI-এর কাছে অভিযোগ বা প্রতিক্রিয়া জমা দিতে পারেন ।
সেই বিবৃতি অনুযায়ী, আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে, তার জন্য, UIDAI নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ শুরু করেছিল। আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে, আধার নম্বর ধারকদের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
এই আবহেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিয়ে জানিয়েছেন, “যাঁদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, তাঁদের জন্য আলাদা ই মেল আইডি, হোয়াটস অ্যাপ নম্বর, আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল-আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে।“
আর এই আধার কার্ড বাতিলের আবহে কেন্দ্রকে লাগাতার তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে।“ মুখ্যমন্ত্রীর আরও দাবি, “সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে। ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না।“
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব।“ এর জন্য আলাদা পোর্টাল খোলারও নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন