ভারতে ব্যবসায় সুবিধা পেতে আমলাদের ৮৫৪৬ কোটি টাকা ঘুষ! Amazon-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

‘কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স’ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালকে একটি চিঠি দিয়ে এই দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।
ভারতে ব্যবসায় সুবিধা পেতে আমলাদের ৮৫৪৬ কোটি টাকা ঘুষ! Amazon-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
ফাইল চিত্র

ই-কমার্স সংস্থা অ্যামাজন ভারত সরকারের কর্তাদের বিপুল অঙ্কের ঘুষ দিচ্ছে। এমনই অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস। এআইসিসি মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়াল সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘এই সরকার একদিকে দেশের সম্পত্তি বিক্রি করছে, ছোট ও মাঝারি উদ্যোগও নষ্ট করে দিচ্ছে।’

অভিযোগ, ভারতে ব্যবসা করার জন্য অ্যামাজন গত দু’বছরে আইনি ফি হিসাবে ৮৫৪৬ কোটি টাকা দিয়েছে ভারতীয় আমলাদের। ‘কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স’ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালকে একটি চিঠি দিয়ে এই দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। যে সরকারি আধিকারিকেরা এই দুর্নীতিতে যুক্ত, তাঁদের নাম জানতে চেয়েছে ওই সংগঠন।

আজ কংগ্রেস মুখপাত্র বলেন, 'আমরা জানতে চাই, আইনি ফি হিসাবে এই ৮৫৪৬ কোটি টাকা সরকারের কোন কর্তাব্যক্তিদের দেওয়া হয়েছে? এই টাকা কি দেশে অ্যামাজনকে আরও সুবিধা পাইয়ে দিতে দেওয়া হয়েছে?'

ঘটনাচক্রে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক যোগ দিতে আজই ওয়াশিংটন পোঁঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানে কি বিষয়টি নিয়ে আলোচনা হবে? এই নিয়ে প্রশ্ন তুলেছন কংগ্রেস মুখপাত্র। তাঁর প্রশ্ন, 'আমেরিকা সফরে গিয়ে কি প্রধানমন্ত্রী বিষয়টি উত্থাপন করবেন? অ্যামাজনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করার অনুরোধ কি জানানো হবে আমেরিকার প্রেসিডেন্টকে?'

অ্যামাজনের অধীনস্থ যে ছ’টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের পারস্পরিক সম্পর্ক কী, তাও প্রকাশ্যে আনার দাবি তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in