দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্প, তীব্রতা ৭.৭ ম্যাগনিটিউড, সুনামির সতর্কতা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্প, তীব্রতা ৭.৭ ম্যাগনিটিউড, সুনামির সতর্কতা
ছবি প্রতীকী সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্প। রিখটর স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৭.৭ ম্যাগনিটিউড। ওই অঞ্চলের সময় অনুসারে বৃহস্পতিবার রাত ১২.২০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার ৯ মিনিট পরে ভূমিকম্পের কথা জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স। এই ভূমিকম্পের পরেই নিউজিল্যান্ড, ভানাতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে ভূমি থেকে প্রায় ২৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎস। নিউ ক্যালেডোনিয়াতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্প স্থলের ৬৭ কিলোমিটার দূরে ম্যাথু দ্বীপে একটি আগ্নেয়গিরি আছে। উল্লেখ্য, এই অঞ্চলে এটিই এখনও পর্যন্ত সর্ববৃহৎ ভূমিকম্প।

সূত্র অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৪টি ভূকম্পন অনুভূত হয়েছে। শেষ ৭ দিনে অনুভূত হয়েছে ৩১টি ভূমিকম্প এবং শেষ ৩০ দিনে মোট ৯৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in