
পাঞ্জাবের অমৃতসর এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অনুভূত হল ভারী ভূকম্পন। শুক্রবার রাত ১০.৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬.১ ম্যাগনিটিউড। অমৃতসর ছাড়াও দিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরেই ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় একথা জানানো হয়। ওই ট্যুইট অনুসারে ভূমি থেকে ৭৪ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎস। আরও জানা গেছে ফৈজাবাদ, আফগানিস্তানের ২৮৫ কিমি পূর্ব উত্তর পূর্বে এই ভূমিকম্পের মূল উৎস।
ভূমিকম্প শুরু হবার সঙ্গে সঙ্গে মানুষ বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। স্থানীয় মানুষের বক্তব্য অনুসারে কমপক্ষে দু’বার তাঁরা ভূমিকম্প অনুভব করেছেন।
জানা গেছে প্রায় একই সময়ে তাজাকিস্তানেও এক বড়ো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটর স্কেলে যার মাত্রা ৬.৩ ম্যাগনিটিউড।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন