

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠলো অসম সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। সকাল ৭.৫৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬.৪। জানা গেছে, অসমের গুয়াহাটির শোনিতপুরে ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার নীচে এই কম্পনের উৎসস্থল।
সকাল সকাল পায়ের নীচে মাটি কেঁপে উঠতেই আতঙ্কে ঘরের বাইরে নেমে আসেন মানুষজন। অসম ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। মুর্শিদাবাদ, মালদাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের তীব্রতা বেশি থাকায় উৎসস্থলের কাছাকাছি বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। রাস্তাতেও ফাটল ধরেছে। এমনকি কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন