
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠলো অসম সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। সকাল ৭.৫৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬.৪। জানা গেছে, অসমের গুয়াহাটির শোনিতপুরে ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার নীচে এই কম্পনের উৎসস্থল।
সকাল সকাল পায়ের নীচে মাটি কেঁপে উঠতেই আতঙ্কে ঘরের বাইরে নেমে আসেন মানুষজন। অসম ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। মুর্শিদাবাদ, মালদাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের তীব্রতা বেশি থাকায় উৎসস্থলের কাছাকাছি বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। রাস্তাতেও ফাটল ধরেছে। এমনকি কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন