প্রসবের কয়েকঘণ্টা আগে দেশের প্রথম COVID-19 টেস্ট-কিট তৈরি করে ইতিহাস গড়লেন এই মহিলা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রসবের মাত্র কয়েক ঘণ্টা আগে দেশের প্রথম করোনা ভাইরাস টেস্টিং কিট তৈরি করে ইতিহাস গড়লেন মিনাল দাখাবে ভোঁসলে। এই টেস্টিং কিটের সাহায্যে মাত্র আড়াই ঘন্টায় করোনা ভাইরাসের রিপোর্ট জানা যাবে। টেস্টিং কিট আবিষ্কারের কিছুক্ষণ পরেই কন‍্যা সন্তানের জন্ম দেন মিনাল।

নিজের শারীরিক অবস্থার কথা না ভেবে মিনাল ও তাঁর ডায়াগনস্টিক কোম্পানি Mylab Discovery-র সমস্ত সদস‍্য গত ফেব্রুয়ারি মাসে থেকে এই টেস্টিং কিট আবিষ্কারের জন্য কঠোর পরিশ্রম করেছেন। Mylab Discovery ভারতের প্রথম সংস্থা, যা করোনা ভাইরাস টেস্টিং কিটগুলো বিক্রি করার অনুমোদন পেয়েছে। এবার ভারতেই এই কিটগুলো তৈরি হবে এবং জনগণের সুবিধার্থে তা বাজারে বিক্রয় করা হবে।

মিনালের কথায়, আগে বিদেশ থেকে আমদানি করা যে সমস্ত কিটে COVID-19 এর পরীক্ষা করা হতো, সেখানে ফলাফল জানতে ছয় থেকে সাত ঘন্টা সময় লেগে যেত। এই কিট আবিষ্কারের ফলে তা আড়াই ঘন্টার মধ্যে করা সম্ভব। তিনি জানান, "দেশে এখন জরুরি অবস্থা চলছে। তাই এটিকে আমি চ‍্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। আমাকে আমার দেশের সেবা করতেই হবে।"

গত ১৮ই মার্চ এই কিটের অনুমোদন পাওয়ার জন্য পুনে এনআইভি, ভারতের এফডিএ ও CDSCO-র হাতে সমস্ত তথ‍্য তুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরে কন‍্যা সন্তানের জন্ম দেন মিনাল। গত বৃহস্পতিবার থেকে এই কিট বাজারে চলে এসেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in