

সাতসকালে কলকাতায় ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭।
ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ বলে জানা গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত নরসিংদীতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে উৎসস্থল থাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে বহুতলের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ভারতের স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৮ মিনিটে কম্পন অনুভূত হয়। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র এই কম্পন অনুভূত হয়েছে। প্রায় ১৭ সেকেন্ড কম্পনের স্থায়িত্ব ছিল। মানুষজন আতঙ্কে রাস্তায় নেমে আসেন।
বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা নয়। তার উপর ৫.৭ মাত্রার কম্পন কিছুটা বিস্ময়ের! বাংলাদেশের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার সেদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে জানিয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ কম্পন এটা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন