National Science Award: দেশের সেরা বিজ্ঞানীর তালিকায় চার বাঙালি, পুরস্কৃত হলেন বিজ্ঞানশ্রী পুরস্কারে

People's Reporter: অন্যদিকে, এবার দেশের বিজ্ঞানরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন জীববিজ্ঞানী গোবিন্দরাজন পদ্মনাভন।
দেশের সেরা বিজ্ঞানীদের তালিকায় চার বাঙালি
দেশের সেরা বিজ্ঞানীদের তালিকায় চার বাঙালিপ্রতীকী ছবি, সৌজন্যে ইসরোর এক্স হ্যান্ডেল
Published on

দেশের বিজ্ঞান পুরস্কারে ভূষিত হলেন ৩২ জন বিজ্ঞানী এবং তৃতীয় চন্দ্রাভিযানে যুক্ত ইসরোর বিজ্ঞানী দল। সেই তালিকায় রয়েছে চারজন বাঙালীও। বুধবার প্রকাশিত হয়েছে সেই তালিকা।

প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছেন আইআইএম কলকাতার অধ্যাপক রাহুল মুখোপাধ্যায় (গণিত এবং কম্পিউটর সায়েন্স) এবং সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজ়িক্স-এর অধ্যাপক নবকুমার মণ্ডল (পদার্থবিদ্যা)। পদার্থবিদ্যায় বিজ্ঞান যুব পুরস্কার পাচ্ছেন রমন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক উর্বশী সিংহ। পরিবেশবিদ্যা বিভাগে বিজ্ঞান যুব পুরস্কার প্রাপক ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির বাপ্পি পাল।

অন্যদিকে, এবার দেশের বিজ্ঞানরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন জীববিজ্ঞানী গোবিন্দরাজন পদ্মনাভন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স-এর প্রাক্তন অধিকর্তা এই বিজ্ঞানী বর্তমানে তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আছেন। লিভারের ইউক্যারিয়োটিক জিন, ম্যালেরিয়া এবং ভ্যাকসিন সংক্রান্ত গবেষণায় তাঁর বিশেষ অবদান আছে।

মহাকাশ বিজ্ঞান বিভাগে পুরস্কৃত করা হয়েছে ইসরোর বিজ্ঞানী দলকে। এছাড়া, ওই বিভাগে ব্যক্তিগত ভাবে পুরস্কার জিতেছেন দুই বিজ্ঞানী দিগেন্দ্রনাথ সোয়াই এবং প্রশান্ত কুমার। বিজ্ঞানী রক্সি ম্যাথু কোল এবার আর্থ সায়েন্স বিভাগে বিজ্ঞান যুব পুরস্কার পেয়েছেন। জলবায়ু বদল এবং বর্ষা সংক্রান্ত গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়াও, পরিবেশবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং কৃষিবিদ্যায় বিশেষ গবেষণার জন্যও অনেকে পুরস্কৃত হয়েছেন।

দেশের সেরা বিজ্ঞানীদের তালিকায় চার বাঙালি
'লাল সেলাম কমরেড' - বুদ্ধবাবুর প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদী, রাহুল গান্ধী, স্ট্যালিনদের
দেশের সেরা বিজ্ঞানীদের তালিকায় চার বাঙালি
BV Nagarathna: 'যা করা উচিত নয় তাই করছেন', রাজ্যপালদের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের বিচারপতির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in