মেঘনাদ সাহা - ১২৫ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

মেঘনাদ সাহা
মেঘনাদ সাহাফাইল ছবি সংগৃহীত
Published on

ভারতীয় বিজ্ঞান জগতের অন্যতম স্মরণীয় নাম মেঘনাদ সাহা। ১৮৯৩ সালের ৬ ই অক্টোবর তাঁর জন্ম। আজ তাঁর ১২৫ তম জন্মদিন। বিজ্ঞান জগতে আধুনিক জ্যোতি পদার্থ বিজ্ঞানের ভিত্তি গড়ে উঠেছে যে কজন মানুষের মৌলিক তত্বের উপর মেঘনাদ সাহা তাদের মধ্যে অন্যতম।

পদার্থ বিজ্ঞানে মেঘনাদ সাহার তাপীয় আয়নায়নের সমীকরণ প্রকাশিত হবার পর ১৯২০ থেকে ১৯৩৮ জ্যোতি পদার্থ বিজ্ঞানে যতো গবেষণা হয়েছে সবগুলোই মেঘনাদ সাহার সমীকরণে প্রভাবিত। বিজ্ঞানী মেঘনাদ সাহা পরমাণু বিজ্ঞান, আয়নমন্ডল, পঞ্জিকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা বিষয়ে গবেষণা করেন।

ভারতের বিজ্ঞান চর্চার সঙ্গে বিশ্বের পরিচয় ঘটিয়ে দেবার ব্যাপারে এবং ভারতের বিজ্ঞান গবেষণাকে বিশ্বমানে উন্নীত করার ব্যাপারে বিজ্ঞানী মেঘনাদ সাহার অবদান অনস্বীকার্য। গবেষণার স্বীকৃতি হিসেবে রয়েল সোসাইটির ফেলোশিপ পাবার পাশাপাশি তিনি চারবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। নিরলস চেষ্টা ও পরিশ্রমে গড়ে তুলেছেন ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স।

সাধারণ মানুষের জন্য কাজ করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিজ্ঞানকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত কাজ করে গেছেন তিনি। ১৯৫৬ সালের ১৬ ই ফেব্রুয়ারি কার্ডিয়াক এরেস্টে তিনি মারা যান।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in