হলদিয়ার বেসরকারি সার প্রস্তুতকারী সংস্থায় শ্রমিক ছাঁটাই, কারখানার গেটে বিক্ষোভ শ্রমিকদের

এই কারখানার ঠিকাদার সংস্থার মালিক হলেন হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলার প্রশান্তকুমার দাস। ঠিকা শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি সহ অতিরিক্ত কাজের চাপ কমানোর দাবি জানিয়ে আসছেন।
কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ
কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভছবি - সংগৃহীত
Published on

সোমবার সকালে ১২ জন ঠিকা শ্রমিককে ছাঁটাই করল হলদিয়ার বেসরকারি সার প্রস্তুতকারী কারখানা। তার প্রতিবাদে কারখানার গেটে শ্রমিকরা বিক্ষোভ দেখান। তার জেরে অচলাবস্থা তৈরি হল কারখানায়।

গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে শিল্প সংস্থার সমন্বয় বৈঠক হয়। তাতে সংস্থার উৎপাদন ব্যাহত হওয়ার জন্য শ্রমিক অসন্তোষের দিকে আঙুল তোলে। এই অসন্তোষ রুখতে জেলাশাসক ৫ সদস্যের কমিটি গঠন করেন। সার প্রস্তুতকারী সংস্থার অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হয়েছে। প্রচুর টাকা লোকসানও হয়েছে।

প্রসঙ্গত, এই কারখানার ঠিকাদার সংস্থার মালিক হলেন হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলার প্রশান্তকুমার দাস। ঠিকা শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি সহ অতিরিক্ত কাজের চাপ কমানোর দাবি জানিয়ে আসছেন। তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।

শুধু তাই নয়, কোনোরকম সুরক্ষা ছাড়াই তাঁদের কাজ করতে বাধ্য করা হত, ফলে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় তাঁদের। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নামেন। তাতেই বেজায় চটে কারখানা কর্তৃপক্ষ। আন্দোলনের প্রথম সারির ১২ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

অবশ্য, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব। তাদের দাবি, কোম্পানি কাদের রাখবে, তা সম্পূর্ণ কর্তৃপক্ষের বিষয়। এতে তাদের কিছু করার নেই।

কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ
অক্টোবরেই কাজ হারিয়েছেন ৫৫ লক্ষ শ্রমিক - রিপোর্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in