তৃণমূল কংগ্রেসের কর্মীদের গণপিটুনির শিকার হলেন মুর্শিদাবাদের এক কংগ্রেস কর্মী। মুর্শিদাবাদের ঘোড়ামারায় শনিবার এই ঘটনা ঘটেছে। অভিযোগ, কংগ্রেস কর্মী রুনা খাতুন বেওয়া (৬৪) কে এদিন মারধোর করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যার জেরে ওই মহিলার মৃত্যু হয়।
নিহত মহিলার ভাই বিলাল মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর দিদি একজন একনিষ্ঠ কংগ্রেস সমর্থক। তিনি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর অনুগামী। তৃণমূল ঘনিষ্ঠ কিছু ব্যক্তি আমাদের বাড়ির সামনে অভব্যতা করলে দিদি তার প্রতিবাদ করে। এরপরেই দিদিকে বাঁশ লাঠি দিয়ে ব্যাপক মারধোর করা হয়। দিদিকে প্রথমে ডোমকল হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
যদিও জেলা তৃণমূল নেতা অশোক দাস এই অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টিকে তিনি নিতান্তই গ্রাম ঝগড়া হিসেবে জানিয়েছেন।
অশোক দাস বলেন, জেলা কংগ্রেস নেতৃত্ব এক গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রঙ্গ চড়িয়ে প্রচার করতে চাইছে।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা থেকে এখন পর্যন্ত এই নিয়ে ৬০ জনের মৃত্যু হল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন