কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, অশোক দিন্দা সহ BJP-র তিন জন তৃণমূলের পথে! জল্পনা শুরু

পূর্ব বর্ধমানের বিজেপি সাংসদ সুনীল মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক অশোক দিন্দা এবং জগদ্দলের প্রার্থী অরিন্দম ভট্টচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক
অশোক দিন্দা
অশোক দিন্দাফাইল চিত্র

বিধানসভা নির্বাচনের পর রাজ্যের ৭৭ জন বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তারপর রাজ্য-রাজনীতিতে অনেক জল বয়ে গিয়েছে। পাল্টা দলবদলের খেলা শুরু হয়েছে। এবার পূর্ব বর্ধমানের বিজেপি সাংসদ সুনীল মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক অশোক দিন্দা এবং জগদ্দলের প্রার্থী অরিন্দম ভট্টচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বাভাবিক ভাবেই তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোড়ন।

মাত্র কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রক নবান্নকে চিঠি লিখে এমন ৬১ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রদানের বিষয়টি জানানো হয়। এর মধ্যে হেভিওয়েটের সঙ্গেই জেলবন্দি নেতা এবং কয়েকজন চুনোপুঁটিও ছিলেন। ফলে ময়নার বিধায়কের ক্ষেত্রে তা কেন প্রত্যাহার করা হচ্ছে, তা নিয়ে জল্পনা শুরু হয়। নিজেকে তৃণমূলী বলে আগেই ঘোষণা করেছেন সুনীলবাবু। অরিন্দমবাবুও এখনও নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। ফলে তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। প্রশ্ন উঠেছে, অশোক দিন্দাও কি তবে তৃণমূলের পথেই? চিঠিতে বলা হয়েছে, ওই তিনজনের জন্য রাজ্য সরকারের নিরাপত্তাই যথেষ্ট!

সম্প্রতি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, দল ছাড়তে চান ১০ বিজেপি বিধায়ক। স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত সেই জল্পনাকে আরও উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in