Kurmi Protest: বামেদের অবস্থান কী? কুড়মি আন্দোলনকারীদের প্রশ্নের মুখে ছাত্রনেতা সৃজন

বুধবার বাঁকুড়ায় সৃজন ভট্টাচার্যের গাড়ি থামিয়ে কুড়মি আন্দোলন সম্পর্কে বামফ্রন্টের অবস্থান জানতে চাওয়া হয়। বাম নেতা বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বের সাথে বৈঠক করার আশ্বাস দিয়েছেন কুড়মিদের।
কুড়মিদের প্রশ্নের মুখে সৃজন ভট্টাচার্য
কুড়মিদের প্রশ্নের মুখে সৃজন ভট্টাচার্যগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

কুড়মিদের প্রশ্নের মুখে সিপিআইএম নেতা তথা এসএফআই-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। বুধবার বাঁকুড়ায় সৃজন ভট্টাচার্যের গাড়ি থামিয়ে কুড়মি আন্দোলন সম্পর্কে বামফ্রন্টের অবস্থান জানতে চাওয়া হয়। বাম নেতা বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বের সাথে বৈঠক করার আশ্বাস দিয়েছেন কুড়মিদের।

এবার কুড়মিদের নিশানায় এসএফআই রাজ্য সম্পাদক। বুধবার রাতে বাঁকুড়ার খাতড়া থেকে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সৃজন ভট্টাচার্য। তখনই কুড়মি আন্দোলনের সাথে যুক্ত বেশ কিছু সদস্য সৃজনের গাড়ি আটকান। সৃজন ভট্টাচার্য গাড়ি থেকে নেমে তাঁদের অভিযোগ শোনেন।

কুড়মিরা তাঁকে প্রশ্ন করেন, কুড়মি আন্দোলন নিয়ে বামফ্রন্টের অবস্থান কী? বামেরা কি এই আন্দোলনকে সমর্থন করছে নাকি কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই চুপ করে আছে? সৃজন ভট্টাচার্য বলেন, তারা আন্দোলনের বিরোধিতা করছেন না। তবে কুড়মি প্রতিনিধিদের উচিত বামফ্রন্টকে তাঁদের দাবিগুলোর সমস্ত নথি প্রদান করা। সেই নথি নিয়ে তাহলে শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনায় বসা সম্ভব হবে। সিপিআইএম নেতার কথায় আশ্বস্ত হয়ে তাঁর গাড়ি ছেড়ে দেন কুড়মিরা।

প্রসঙ্গত উল্লেখ্য, নিজেদের তফশিলি উপজাতি ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে কুড়মি সম্প্রদায়। সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার অভিযোগ ওঠে কুড়মিদের বিরুদ্ধে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে। ঘটনায় ১০ জন কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আবার কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাড়িতেও চড়াও হয় কুড়মিদের একাংশ। তবে সৃজন ভট্টাচার্যকে কোনো বিক্ষোভ দেখায়নি তাঁরা।

কুড়মিদের প্রশ্নের মুখে সৃজন ভট্টাচার্য
এতো সাংবাদিক তবুও ভাঙচুরের কোনও ভিডিও নেই? অভিষেকের কনভয়ে হামলার ঘটনা 'সাজানো' দাবি কুড়মি সমাজের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in