
ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কোনো রফাসূত্র না মেলায় ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অয়েল ট্যাঙ্কার মালিক সংগঠন। আজও হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপো থেকে কোনো তেলভর্তি ট্যাঙ্কার বের করেননি মালিকরা। বৃহস্পতিবার থেকে চলা এই ধর্মঘটের ফলে হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি এবং নদীয়ার প্রায় ১ হাজার পেট্রোল পাম্প জ্বালানি শূন্য হয়ে পড়েছে।
ট্যাঙ্কার মালিকদের অভিযোগ, চুক্তির তুলনায় অনেক কম পরিমাণে তাদের টাকা দেয় ইন্ডিয়ান অয়েল। এতো কম টাকায় জ্বালানি সরবরাহ করা সম্ভব নয় তাঁদের পক্ষে। ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘট ডেকেছে রাজ্যের অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠন।
এই বিষয়ে কথা বলার জন্য শুক্রবার ধর্মঘটীদের সাথে আলোচনায় বসেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষ। সেই বৈঠকে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সমস্যার সমাধানের জন্য সাতদিনের সময় চেয়েছে আইওসি কর্তৃপক্ষ।
অপরদিকে বৈঠকের পর ট্যাঙ্কার সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তাদের দাবি না মেটা পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাবে তাঁরা। তাঁরা জানিয়েছে, প্রায় ষাটটি চুক্তিবদ্ধ ট্যাঙ্কারকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অপর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
তবে কেবলমাত্র মৌড়িগ্রামের ডিপোতেই এই ধর্মঘট পালন করা হচ্ছে। এতেই প্রায় ছটি জেলা তেল সঙ্কটের মুখে পড়েছে। ধর্মঘট না উঠলে খুব শীঘ্রই গোটা রাজ্যেই তীব্র জ্বালানির অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন