WBJEE 2022 Results : আগামী ১৭ জুন প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান রবিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in এই ওয়েব সাইটে বিকেল চারটে থেকে ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল জানতে পারবেন।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী ১৭ জুন ফলপ্রকাশ হবে জয়েন্টের (WBJEE)। জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। বোর্ডের তরফ থেকে আজই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল কিছুদিন আগেই। এবার পালা ২০২২ সালের জয়েন্টের (WBJEE)। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসিস্ট, টেকনোলোজি বিভিন্ন কোর্সে বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হতে গেলে জয়েন্টের নম্বর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান রবিবার জানিয়ে দেন, www.wbjeeb.nic.inwww.wbjeeb.in এই ওয়েব সাইটে বিকেল চারটে থেকে ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল জানতে পারবেন।

রাজ্যে এই বছর জয়েন্ট পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের আশেপাশে। যা গতবছরের তুলনায় প্রায় ১০ হাজার বেশি। ২০২১ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ১৭ এপ্রিল। উত্তীর্ণ হয়েছিলেন ৬৪৮৫০ জন পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার ফল প্রকাশিত হয় ৬ আগস্ট। ২০২০ সালে জয়েন্টের পরীক্ষা হয় ২ ফেব্রুয়ারি এবং রেজাল্ট জানা যায় ৭ আগস্ট।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in