Weather Update: পৌষ সংক্রান্তির আগে রাজ্যে ফিরল শীত, কাঁপছে বাঁকুড়া-পুরুলিয়াও

People's Reporter: হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রাজ্যের সবথেকে শীতলতম দিন। রাজ্যের সমস্ত জেলাতেই পারদ নেমেছে বেশ অনেকটাই। শুক্রবার থেকেই হাড় কাপানো ঠান্ডা অনুভব করছে রাজ্যবাসী।
Weather Update: পৌষ সংক্রান্তির আগে রাজ্যে ফিরল শীত, কাঁপছে বাঁকুড়া-পুরুলিয়াও
প্রতীকী ছবি
Published on

পৌষ সংক্রান্তির আগে রাজ্যে পারদ পতন। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রাজ্যের সবথেকে শীতলতম দিন। রাজ্যের সমস্ত জেলাতেই পারদ নেমেছে বেশ অনেকটাই। শুক্রবার থেকেই হাড় কাপানো ঠান্ডা অনুভব করছে রাজ্যবাসী।

ডিসেম্বরের মাঝামাঝিতে পারদ খানিক কমলেও, তারপর ফের বাড়তে শুরু করে তাপমাত্রা। এবারের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডা অনুভব করেনি রাজ্যবাসী। তবে হাওয়া অফিস আগেই জানিয়েছিল, পৌষ সংক্রান্তির আগে পারদ নামবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। শনিবার তা কমে হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কাঁপছে পুরুলিয়া এবং বাঁকুড়াও। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা দুই জেলার মানুষদের। শনিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৮ ডিগ্রি। দুই বর্ধমানেও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে এইরকম শীতের আমেজ থাকবে। আবহবিদরা জানিয়েছেন, বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। সেই কারণেই আবার ঠান্ডা পড়ছে। এতদিন এই উত্তুরে হাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। যা কেটে গিয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে থাকবে কুয়াশার দাপট।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের আমেজ। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। বৃষ্টিতে শীতকালীন ফসলের ক্ষতি হতে পারে বলেও সাবধান করেছে হাওয়া অফিস। 

Weather Update: পৌষ সংক্রান্তির আগে রাজ্যে ফিরল শীত, কাঁপছে বাঁকুড়া-পুরুলিয়াও
Loksabha Polls 2024: আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে রাজ্যে আর কোনও আলোচনায় আগ্রহী নয় তৃণমূল!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in