HS Result 2025: ৭ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল! পরীক্ষার ৫০ দিনের মাথায় ফল ঘোষণা

People's Reporter: ৭ মে দুপুর ১২ টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ২টা থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাবে পড়ুয়ারা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - প্রতীকী সংগৃহীত
Published on

আগামী ৭ মে, বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল ঘোষণা করছে কাউন্সিল। ৭ মে দুপুর ১২ টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ২টা থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাবে পড়ুয়ারা।

৭ মে উচ্চ মাধ্যমিকের ফল দেখা কাউন্সিলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে। ফলাফল দেখা যাবে – https://result.wb.gov.in ওয়েবসাইটে। এরপর ওই দিনই রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে। সেদিনই নিজ নিজ স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।

চলতি বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১৮ মার্চ। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৫ লক্ষ ৯ হাজার জন পরীক্ষার্থী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। অর্থাৎ গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লক্ষ ৮০ হাজার। পুরানো সিলেবাসে এটাই ছিল শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে।

অন্যদিকে, আগামী ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় প্রকাশ হতে চলেছে ফল। মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা হবে। এরপর ৯টা ৪৫ মিনিট নাগাদ পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবে। সকাল ১০টায় বিভিন্ন ক্যাম্পগুলি থেকে মার্কশিট এবং শংসাপত্র বিতরণ শুরু হবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in