রাজ্যে গ্রেফতার নকল DSP, থানার পাশেই তিন তারা লাগানো পোশাক পরে করছিলেন মদ্যপান

একের পর এক জাল আধিকারিকের সন্ধান মিলছে পশ্চিমবঙ্গে। নকল IPS, নকল IAS, নকল হাইকোর্টের আইনজীবী, নকল সিবিআই অফিসার, নকল মানবাধিকার কর্মী। এই তালিকায় নতুন সংযোজন নকল DSP।
নকল DSP সিদ্ধার্থ চক্রবর্তী
নকল DSP সিদ্ধার্থ চক্রবর্তীনিজস্ব চিত্র
Published on

একের পর এক জাল আধিকারিকের সন্ধান মিলছে পশ্চিমবঙ্গে। নকল IPS, নকল IAS, নকল হাইকোর্টের আইনজীবী, নকল সিবিআই অফিসার, নকল মানবাধিকার কর্মী। এই তালিকায় নতুন সংযোজন নকল DSP।

হুগলির চন্দননগরের রানিঘাটি এলাকায় এই নকল DSP-কে গ্রেফতার করেছে আসল পুলিশ। বুধবার রাত ১১টার সময় থানা থেকে কিছু দূরে নীলবাতি ও 'গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল' স্টিকার লাগানো একটি গাড়ি থেকে সিদ্ধার্থ চক্রবর্তী নামের ওই ভুয়ো ডিএসপি-কে গ্রেফতার করে পুলিশ।

ওই গাড়িতে বসে আরও দুই যুবকের সাথে মদ্যপান করছিলেন সিদ্ধার্থ চক্রবর্তী। তাঁর পরনে ছিল ডিএসপি-র পোশাক। নেমপ্লেটও লাগানো ছিল পোশাকে। একজন ডিএসপি এভাবে গাড়িতে বসে মদ খাচ্ছেন দেখে দেখে পুলিশের সন্দেহ হয়।

এরপর চন্দননগর থানার তৎপরতায় থানার আইসি ও অন্যান্য আধিকারিকরা থানায় নিয়ে যান তিনজনকে। জেরা করতেই আসল পরিচয় জানা যায় তাঁদের! তিনজনকেই অ্যারেস্ট করা হয়েছে। বাকি দুজনের নাম অমর পাল ও সুকুমার চট্টোপাধ্যায়।

পুলিশের জেরায় সিদ্ধার্থ জানিয়েছেন তিনি জেলা প্রশাসনের গাড়ি চালায়। কিন্তু নিজেকে অফিসার পরিচয় দিতেন তিনি। পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে‌। আজ সকালে তাঁর মেডিক‍্যাল করাতে নিয়ে যাওয়া হয়। পরে কোর্টে তোলা হয় তাঁকে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in