West Bengal: ৩১ আগস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বনধের ডাক

আগামী ৩১শে আগস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বনধের ডাক দিলো বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন দাবিতে ওইদিন রাজ্যের সমস্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীনিজস্ব চিত্র, ছবি - সুমিত্রা নন্দন
Published on

আগামী ৩১শে আগস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বনধের ডাক দিলো বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন দাবিতে ওইদিন রাজ্যের সমস্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৩১ আগস্ট রাজ্যের ৩২০০টি পেট্রোল পাম্প বন্ধের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের বিভিন্ন দাবির মধ্যে আছে - কমিশন বৃদ্ধি, ইথানল মেশানো পেট্রোলের সমস্যা, পর্যাপ্ত সরবরাহ প্রভৃতি। ইতিমধ্যেই একাধিকবার এইসব দাবি নিয়ে অ্যাসোসিয়েশন সরব হলেও এখনও পর্যন্ত এই দাবি মেটেনি। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে পেট্রোল পাম্প মালিকদের। সেই কারণেই এইসব দাবিতে আগামী মঙ্গলবার পেট্রোল পাম্প বন্ধের ডাক দেওয়া হয়েছে।

যদিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবার জন্য ওইদিন রাজ্যজুড়ে কয়েকটি পেট্রোল পাম্প খোলা রাখা হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in