WB Weather Update: পুজোতেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

People's Reporter: পুজোর মধ্যে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
WB Weather Update: পুজোতেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
প্রতীকী ছবি
Published on

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই দুর্গাপুজো। তবে এবারের পুজোতেও কি ভাসাবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোতে ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পুজোর মধ্যে অর্থাৎ ১০ থেকে ১৩ অক্টোবর হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুজোর আগে অর্থাৎ ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের আশঙ্কা থাকছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রায়ই একইরকম থাকবে আবহাওয়া। উত্তরের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির জেরে ধস নেমেছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায়।

WB Weather Update: পুজোতেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
RG Kar Case: অভিযোগ প্রমাণ হলে মৃত্যুদণ্ড হতে পারে সন্দীপ ঘোষের! পর্যবেক্ষণ আদালতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in