WB Weather: দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গ জুড়ে! কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?

WB Weather: দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গ জুড়ে! কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?

People's Reporter: আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Published on

দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেটি ঠিক কতটা শক্তিশালী সে ব্যাপারে এখনই কিছু জানায় নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, আগামী রবিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম - এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গেও আপাতত সেভাবে বৃষ্টির সম্ভবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদাতে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সারা দিন কলকাতা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি থাকায় দিনের বেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in