সরকারের থেকে শুধু ত্রাণ চাই না, চাই নদীবাঁধ - দাবি সুন্দরবন বাসিন্দাদের

স্থানীয় এক বাসিন্দা কথায়- বাঁধ কংক্রিটের হবে না ম্যানগ্রোভের, তা স্থির করুক বিশেষজ্ঞ কমিটি। অরণ্য ধ্বংস করে যাঁরা ফিশারি তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধেও সরকারকে কড়া পদক্ষেপ করুক।
মৌসুনি দ্বীপ- সুন্দরবন
মৌসুনি দ্বীপ- সুন্দরবনছবি- সংগৃহীত
Published on

সরকারের থেকে শুধু ত্রাণ চাই না, চাই নদীবাঁধ। স্লোগান সুন্দরবনের যশ বিধ্বস্ত মানুষদের। শুধু স্লোগানেই আটকে নেই তাঁরা। আন্দোলন করছেন নিজেদের মতো করেই। সত্তর দশকে চিপকো আন্দোলন ছিল গাছ কাটার বিরুদ্ধে লড়াই। একই চিত্র দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার হেরম্বগোপালপুরে।

সেখানকার মানুষের লড়াই নদী বাঁধ বাঁচানো নিয়ে। পরিবেশ বাঁচাতে গাছকে আলিঙ্গন করে আন্দোলনে শামিল হয়েছিলেন উত্তর ভারতের মহিলারা। আর এখানে নদীবাঁধ বাঁচাতে এগিয়ে এলেন শিক্ষক, চিকিৎসক, পুলিশ, বাস্তুকার, ব্যাঙ্ককর্মী থেকে শুরু করে গৃহবধূ। বিশ্ব পরিবেশ দিবসে বাঁধ বানিয়ে সুন্দরবন রক্ষার এই বিক্ষোভে শামিল সমাজের সব স্তরের মানুষ।

ঘূর্ণিঝড় যশের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেদিনীপুর জেলা এবং সুন্দরবন। অসংখ্য নদী বাঁধ ভেঙে দিয়েছে। এদিন পাথরপ্রতিমার হেরম্বগোপালপুর ও কুয়েমুড়িরে ভাঙা নদীবাঁধে মানব বন্ধন করে সবাই দাঁড়ান। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মুখে শোনা যায় বিক্ষোভ স্লোগান, 'আমরা হেঁতাল, আমরা গরাণ, সুন্দরী ম্যানগ্রোভ, কান্না মুছে লড়তে জানি যতই থাকুক ক্ষোভ।' বিক্ষোভ প্রদর্শনের আগে, স্থানীয় এলাকাবাসীর হাতে ত্রাণ তুলে দেন তাঁরা। এরপরই হাতে হাত ধরে বাঁধরক্ষার 'মন্ত্র' পাঠ করেন। কিন্তু তাঁরা জানান, সরকারের থেকে শুধু ত্রাণ নয়, চাই নদীবাঁধ।

স্থানীয় এক বাসিন্দা কথায়, স্বাধীনতার পর থেকে আজও সুন্দরবন অবহেলিত। স্বায়ত্তশাসন নিয়ে, মাছ, মধু আর কাঁকড়া ধরতে যাওয়া মানুষগুলির জীবন জীবিকা নিশ্চিত করতে বাঁধ রক্ষা করুক সরকার। বাঁধ কংক্রিটের হবে না ম্যানগ্রোভের, তা স্থির করুক বিশেষজ্ঞ কমিটি। অরণ্য ধ্বংস করে যাঁরা ফিশারি তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধেও সরকারকে কড়া পদক্ষেপ করুক।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in