

আটক করা হল এসএফআই নেতা প্রতিকুর রহমানকে। ডায়মন্ড হারবারে গণনা কেন্দ্রে সিপিআইএম এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিকুর সহ অনান্য বাম কর্মী সমর্থকরা। এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। প্রতিকুর রহমান সহ একাধিক নেতাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজের গণনাকেন্দ্র আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল। সেখানে সিপিআইএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রের সামনে মুড়িমুড়কির মতো বোমাবাজি করেছে শাসকদল বলে অভিযোগ। এর প্রতিবাদে ১৭৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ কর্মীরা।
এসএফআই এর রাজ্য সভাপতি প্রতিকুর জানিয়েছে, বিনা দোষে তাঁদের আটক করেছে পুলিশ। বহু আন্দোলনকারীর উপর লাঠিচার্জ করেছে পুলিশ বলে অভিযোগ করেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, 'লড়াই তবু চলবে আজ। কেউ কাউকে ছাড়বে না।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন