

আমডাঙায় ২ সিপিআইএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রে ঢোকার আগেই অপহরণ করা হয়েছে বলে অভিযোগ সিপিআইএমের।
আজ গত ৮ জুলাই এক দফায় হওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা। তার আগে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক এলাকা। উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় এলাকার ৫৭ নম্বর বুথে কুতুবুদ্দিন নামক এক সিপিআইএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিপিআইএমের অভিযোগ, আজ সকাল ৭ টার কিছু পরে গণনা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন কুতুবুদ্দিন। গণনা কেন্দ্রে ঢোকার আগে তাঁকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে সিপিআইএম। প্রার্থীর প্রাণ সংশয়ের আশঙ্কা করছে তাঁরা।
অন্যদিকে এই আমডাঙার ভোদাই গ্রাম পঞ্চায়েতের আর এক সিপিআইএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে। এক্ষেত্রেও অভিযুক্ত শাসকদল।
দুটি ক্ষেত্রেই বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে জানিয়েছে সিপিআইএম। দ্রুত প্রার্থীদের উদ্ধার করার দাবি তুলেছে তাঁরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন