WB BJP: কোনও যোগ্যতা নেই, তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন, তথাগতকে তীব্র আক্রমণ দিলীপের

দিলীপ ঘোষ বলেন, 'উনি তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন। আবার দল থেকেও সুবিধা নিয়েছেন। কিন্তু ফেরত দিয়েছেন শূন্য। এটা একটা বাতিক। যাঁর কোনও কাজ নেই, বাড়িতে বসে শুধু টুইট করেন।'
তথাগত রায় , দিলীপ ঘোষ
তথাগত রায় , দিলীপ ঘোষফাইল চিত্র - সংগৃহীত

শীর্ষ নেতৃত্বের মতবিরোধের জেরে ফের একবার দলীয় অন্তর্কোন্দল প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের। সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নিশানায় এবার প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তৃণমূলের সঙ্গে যোগসাজশ রয়েছে তাঁর। এমনই অভিযোগ করলেন দিলীপ। এই মন্তব্য ঘিরে গেরুয়া শিবিরে নতুন বিতর্ক তৈরি হল।

দিলীপ ঘোষ বলেন, 'ওঁর তো কোনও যোগ্যতা নেই। বিভিন্ন দলের থেকে সুবিধা নিয়েছেন। কিছু করে দেখাতে পারেননি। এমনকী, উনি তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন। আবার দল থেকেও সুবিধা নিয়েছেন। কিন্তু ফেরত দিয়েছেন শূন্য। এটা একটা বাতিক। যাঁর কোনও কাজ নেই, বাড়িতে বসে শুধু টুইট করেন।' এতেই থেমে থাকেননি মেদিনীপুরের সাংসদ। আরও কড়া ভাষায় তথাগত রায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, ‘নিজেদের কোনও মান-মর্যাদা নেই। কোনও সম্মানও পাননি এঁরা।’

নির্বাচনে জেতা নিয়ে যোগ্যতা নিরিখে প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তাঁর কটাক্ষ, ‘যাঁরা জীবনে একটা পঞ্চায়েত নির্বাচনেও কখনও জেতার যোগ্যতা দেখাতে পারেননি, তাঁরা লোককে সার্টিফিকেট দিচ্ছেন। আমি তো কোনও দিন পাত্তাই দিইনি এঁদের। সমাজে কেউ এঁদের কথা ভাবে না।'

তাঁর অভিযোগ, ‘পার্টি (বিজেপি) এখন সমস্যায় পড়েছে। মিডিয়ায় মুখ রাখার জন্য কেউ কেউ সংবাদমধ্যমে মুখ দেখানোর জন্য এই ধরনের কাজ করছে।’ পাশাপাশি খড়গপুরের সাংসদের আবেদন, ‘পার্টি এখন দুর্বল হয়েছে। একটু দম দেখান।’

প্রসঙ্গত, বঙ্গ বিজেপি নেতৃত্বকে বরাবর ট্যুইট করে আক্রমণ করেন তথাগত রায়। বিশেষত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সেই তথাগত রায়ের আক্রমণের তীব্রতা আরও বেড়েছে। কিছুদিন আগেই দিলীপ ঘোষের নাম না করে 'ফিটার মিস্ত্রী' বলে আক্রমণ করেছিলেন তিনি।

ট্যুইট করে লিখেছিলেন - ‘আসানসোল ও বালিগঞ্জে বিজেপির প্রার্থী মনোনয়ন হয়ে গেছে। বেশ কথা। এবার মনে রাখবেন এই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত। এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রীটিকে নামাবেন না যার বক্তব্য শুধু, “মেরে দেব”, “পুঁতে দেব”, “বিধবা করে দেব”।

তথাগত রায় , দিলীপ ঘোষ
WB BJP: 'সন্ত্রাস কতটা হচ্ছে, সেটা ময়দানে থাকলেই বোঝা যায়' - নাম না করে লকেটকে কটাক্ষ দিলীপের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in