নির্বাচন কমিশনের তালিকা মেনে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, কোন জেলায় কত?

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক নির্বাচন কমিশনকে জানিয়েছিল কোন জেলায় কত কোম্পানি বাহিনী দেওয়া হবে তার বিস্তারিত তথ্য দিতে হবে। তারপরই বাহিনী পাঠানো হবে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি, দ্য স্ক্রল-এর সৌজন্যে

ধীরে ধীরে কাটছে কেন্দ্রীয় বাহিনীর জট। পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে আসতে চলেছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের আর্জিতেই সায় দিল কেন্দ্র। আগের ২২ ও এখনের ৩১৫ মিলিয়ে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে এখনও ৪৮৫ কোম্পানির জট কাটেনি।

দীর্ঘ টালবাহানার পর কেন্দ্রীয় বাহিনীর জট কাটলো। পঞ্চায়েত নির্বাচনের জন্য ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও জানিয়েছে কেন্দ্র।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক নির্বাচন কমিশনকে জানিয়েছিল কোন জেলায় কত কোম্পানি বাহিনী দেওয়া হবে তার বিস্তারিত তথ্য দিতে হবে। তারপরই বাহিনী পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের তথ্য দিয়েছিল কমিশন। তারপরই ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছিল, মুর্শিদাবাদে ২৬ কোম্পানি, বাঁকুড়ায় ২৪ কোম্পানি, উত্তর ২৪ পরগনায় ২২ কোম্পানি, পুরুলিয়ায় ২০ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ১৯ কোম্পানি, বীরভূমে ১৯ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ১৮ কোম্পানি, পূর্ব মেদিনীপুরে ১৮ কোম্পানি, নদিয়ায় ১৮ কোম্পানি, মালদহে ১৭ কোম্পানি, কোচবিহারে ১৪ কোম্পানি, হুলিতে ১২ কোম্পানি, হাওড়ায় ১০ কোম্পানি, জলপাইগুড়িতে ১০ কোম্পানি, ঝাড়গ্রামে ১০ কোম্পানি, উত্তর দিনাজপুরে ৯ কোম্পানি, পশ্চিম বর্ধমানে ৮ কোম্পানি, দক্ষিন দিনাজপুরে ৬ কোম্পানি, আলিপুরদুয়ারে ৬ কোম্পানি, দার্জিলিং-এ ৫ কোম্পানি এবং কালিম্পং-এ ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

এর আগে এসেছিল ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ রাজ্যে শীঘ্রই মোট ৩৩৭ কোম্পানি বাহিনী থাকবে। কিন্তু হাই কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বাকি ৪৮৫ কোম্পানি আদৌ আসে কিনা তা নিয়ে এখনও জট রয়েছে। বুধবার বাহিনী নিয়ে আদালতে মামলার শুনানি রয়েছে। সেই শুনানির পর কী নির্দেশ দেয় আদালত তা দেখার।

প্রসঙ্গত, প্রথমে রাজ্য পুলিশ ও পার্শ্ববর্তী রাজ্যের পুলিশ দিয়ে ভোট করাতে চাইলেও হাইকোর্টের নির্দেশ দেয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে গেলেও লাভ হয়নি কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে দেশের শীর্ষ আদালত।

ছবি প্রতীকী
২০,৫৮৫ মনোনয়ন প্রত্যাহার কেন? কমিশনের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in