গণনার পরের দিনও হিংসা অব্যাহত, রায়দিঘিতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

কাশিনগর গ্রাম পঞ্চায়েত এ বার বিজেপি দখল করেছে। ১২টি আসনের মধ্যে ৭টিতেই তারা জয়ী। নিহত তৃণমূল কর্মীর বুথেও বিজেপি প্রার্থী জয়ী হন। এরপর থেকেই শাসক ও গেরুয়া শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় অশান্তি।
নিহত তৃণমূল কর্মী
নিহত তৃণমূল কর্মীছবি সংগৃহীত

এবার রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। সেখানে তৃণমূলের এক নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি পুকুর থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলছে শাসকদল।

পঞ্চায়েত ভোটের ফল গণনার দিন উত্তপ্ত হয়েছিল বিভিন্ন এলাকা। পরের দিনও সেই হিংসা অব্যাহত। ভোটের ফল এখনও সম্পূর্ণ ঘোষণা হয়নি, তার আগে রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রামপঞ্চায়েতের চাঁদপাশা গ্রামে তৃণমূলের এক নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার (৩৫)।

কাশিনগর গ্রাম পঞ্চায়েত এ বার বিজেপি দখল করেছে। ১২টি আসনের মধ্যে ৭টিতেই তারা জয়ী। নিহত তৃণমূল কর্মীর বুথেও বিজেপি প্রার্থী জয়ী হন। এরপর থেকেই শাসক ও গেরুয়া শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় অশান্তি।

তৃণমূলের অভিযোগ, সেই অশান্তির জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিপ্লববাবুকে কুপিয়ে খুন করেছে। কারণ এই বুথে বিজেপি জিতলেও তৃণমূলের সংগঠন গড়ে তুলেছিলেন বিপ্লব। তিনি বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করেছিলেন। বিপ্লবের পরিবারের সদস্যেরা রায়দিঘি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।

যদিও, খুনের ঘটনা অস্বীকার করেছে গেরুয়া শিবির। পুলিশ ইতিমধ্যেই দেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহত তৃণমূল কর্মী
গণনাতে কারচুপির অভিযোগে মধ্যরাতে উত্তপ্ত ভাঙড়, পুলিশের গুলিতে ৪ আইএসএফ কর্মীর মৃত্যু

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in