রাজ্যে প্রায় ৫০ হাজার ধর্ষণ ও পকসো মামলা পেন্ডিং - অভিযোগ কেন্দ্রীয় নারী কল্যাণ মন্ত্রীর

People's Reporter: মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের মামলায় রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার ৮.৯ শতাংশ। যেটা অনেকটাই কম। মহিলাদের উপর বিভিন্ন রকম অপরাধের প্রায় ৪ লক্ষ মামলা ঝুলে রয়েছে।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীছবি - অন্নপূর্ণা দেবীর এক্স হ্যান্ডেল
Published on

একদিকে যখন রাজ্যের শাসক দল কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছে, তখন কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, টাকা দেওয়া সত্ত্বেও রাজ্য মহিলাদের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ করছে না। মঙ্গলবার এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী।

সম্প্রতি দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ৪৯ হাজার ৫৮০ টি ধর্ষণ এবং পকসো মামলা পেন্ডিং রয়েছে। এই সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ১১ টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার।

২০২২-এর ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’-র রিপোর্ট অনুযায়ী, মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের মামলায় রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার ৮.৯ শতাংশ। যেটা অনেকটাই কম। এছাড়া পশ্চিমবঙ্গে মহিলাদের উপর বিভিন্ন রকম অপরাধের মোট ৩ লক্ষ ৫৬ হাজার ৩৩০টি মামলা ঝুলে রয়েছে। যা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি। মোট মামলার মধ্যে মাত্র ২.৫ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। এখনও ৯৭.৫ শতাংশ মামলা ঝুলে রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ফাস্ট ট্র্যার্ক স্পেশাল কোর্ট তৈরি কেন্দ্র সরকারের একটি প্রকল্প। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এই কোর্ট তৈরি করা। এর জন্য ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। পশ্চিমবঙ্গের জন্য মোট ১২৩ টি ফাস্ট ট্র্যার্ক স্পেশাল কোর্ট বরাদ্দ হয়েছে। যার মধ্যে রয়েছে ২০ টি বিশেষ পকসো কোর্ট। এবং বাকি ১০৩ টি ধর্ষণ এবং পকসো মামলার কোর্ট।

মন্ত্রীর দাবি, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত কোনও কোর্ট চালু করেনি পশ্চিমবঙ্গ। তারপরে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি লিখে এই প্রকল্পে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে ৭টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার কথা জানায়। সংশোধিত হিসেবে পশ্চিমবঙ্গের জন্য ১৭টি ফাস্ট ট্র্যাক কোর্ট বরাদ্দ হয়। যার মধ্যে ৩১ অক্টোবর পর্যন্ত ৬টি কোর্ট চালু হয়েছে। বাকি ১১টি কোর্টের বিষয়ে রাজ্য সরকার এখনও পদক্ষেপ করেনি।

অন্নপূর্ণা দেবী আরও বলেন, কেন্দ্রের বারবার অনুরোধ সত্ত্বেও রাজ্য সরকার মহিলা হেল্পলাইন (১৮১ নম্বর) চালু করেনি। নারী ও শিশুকল্যাণ মন্ত্রক ভিডিয়ো কনফারেন্স করে বার বার রাজ্য সরকারকে অনুরোধ করেছে। মুখ্যসচিবকে চিঠিও লেখা হয়েছে। কিন্তু রাজ্যের তরফে কোনও সাড়া মেলেনি। যার ফলে পশ্চিমবঙ্গে কোনও নাগরিক পরিষেবা চালু করতে পারছে না কেন্দ্র সরকার।

মন্ত্রী জানান, মহিলাদের সুরক্ষার জন্য কেন্দ্র সরকার দেশজুড়ে ৮০২ টি ওয়ান-স্টপ সেন্টার এবং ৭৫২ টি ফাস্ট ট্র্যার্ক স্পেশাল কোর্ট চালু করেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in