
গত মাস থেকে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি শুরু করেছেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কিন্তু জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে পড়ছেন তিনি। এবার চুঁচুড়া পুরসভা এলাকায় ক্ষোভের মুড়ে পড়লেন বিধায়ক। হাত ধরে টেনে নিয়ে গিয়ে রাস্তার বেহাল দশা দেখালেন স্থানীয় বাসিন্দারা। যদিও এটাকে ক্ষোভ বলতে নারাজ অসিত মজুমদার।
গত লোকসভা নির্বাচনে চুঁচুড়ার যে যে এলাকায় তৃণমূল পিছিয়ে ছিল, মূলত সেই সব জায়গায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভিযোগের কথা শুনছেন বিধায়ক। এর আগে প্রথম দু’দিন কোদালিয়া ১ ও ২ নম্বরে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। মাঝে কয়েকদিন এই কর্মসূচি বন্ধ রাখলেও থেকে ফের কর্মসূচি শুরু করেছেন অসিত। শুক্রবার চুঁচুড়া পুরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডে যান বিধায়ক। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
জনসংযোগ কর্মসূচি চলাকালীন স্থানীয় এক মহিলা বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে রাস্তার বেহাল দশা দেখান। স্থানীয়রা জানান, রাস্তা অনেকটাই ধসে পুকুরে নেমে গিয়েছে। যার ফলে এলাকায় প্রবেশ করতে পারছে না অ্যাম্বুলেন্স, জলের গাড়ি। তাঁদের অভিযোগ, এর আগেও বিধায়ককে অভাব-অভিযোগের কথা শোনালেও কোনও কাজ হয়নি। এমনকি স্থানীয় কাউন্সিলর এলাকার কোনও খোঁজ নেয়না বলেও অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা কাকলি গুপ্ত বলেন, ‘রাস্তা পুরো ভেঙে গিয়েছে। আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। জলের গাড়ি আসতে পারেনি রাস্তার জন্য। বিধায়কের বাড়িতে গিয়ে বলে এসেছি। কোনও কাজ হয়নি। উনি শুধু এসে দেখেন, কথা শোনেন। কিন্তু কোনও কাজ হয় না। আমরা বিধায়ককেই ভোট দিই। মিটিং-মিছিলেও যাই। এলাকার উন্নয়ন হয় না।’
রাজু পাল নামক এলাকার আর এক বাসিন্দা বলেন, ‘আমাদের যাতায়াতের রাস্তা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। বিধায়ককে বলা হয়েছে। উনি বলেছিলেন রাস্তাটা করে দেবেন, কিন্তু হয়নি। আজ আবার বলা হল।’
যদিও এটাকে ক্ষোভ বলতে নারাজ বিধায়ক। তিনি জানিয়েছেন, ‘আমি মানুষের অভাব-অভিযোগ শুনতেই বেরিয়েছি। ওঁরা ওঁদের কথা জানাচ্ছেন। এটাকে আমি ক্ষোভ বলব না। ওঁরা অভিযোগ করেছেন যে, কাউন্সিলর কোনও খোঁজ নেন না। দলের প্রতীকে জিতেছেন। আমি যা ব্যবস্থা করার করব। এই এলাকায় আগে কিছু ছিল না। যা করার আমিই করেছি। আবার করতে হবে। যে রাস্তাটা ভেঙে গিয়েছে, সেটাও আমি করেছিলাম। এটা একটা বড় কাজ। একটু ধৈর্য ধরতে হবে’।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন