
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার ভাঙড়ের তৃণমূল নেতা তথা ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম দলেরই বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন। অভিযোগ, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন শওকতের নির্দেশেই তাঁর উপর হামলা চালানো হয়। ভাঙড়ের পোলারহাট থানায় অভিযোগ দায়ের করেন আরাবুল।
অভিযোগ পত্রে দুষ্কৃতির তালিকায় আরাবুল উল্লেখ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোমিনুল ইসলাম এবং বেশ কয়েক জন পঞ্চায়েত সদস্যের নাম। আরাবুল তাঁর অভিযোগ পত্রে প্রাণসংশয়ের আশঙ্কা করে লিখেছেন, ‘এই সমস্ত দুষ্কৃতী যখন-তখন আমার উপরে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি নিরাপত্তার অভাব বোধ করছি’।
অন্যদিকে জানা যাচ্ছে, আরাবুলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাল্টা আবেদন জানাতে চলেছেন শওকত মোল্লাও। অভিযোগ, আরাবুল দলের ক্ষতি করছে।
বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন দলীয় পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হন আরাবুল ইসলাম, এমনটাই অভিযোগ। সেদিন সকালে পতাকা উত্তোলন করতে যাচ্ছিলেন আরাবুল। সেই সময় বিবাদে জড়ান আরাবুল অনুগামীরা এবং শওকত মোল্লার অনুগামীরা।
আরাবুলের লোকেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন শওকত অনুগামীরা। এরপর পোলারহাট এলাকায় আরাবুলের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। যার জেরে ভেঙে যায় গাড়ির পিছনের কাচ। ফের রাস্তা আটকে মারামারি শুরু করে দুই পক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বেশ কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, সম্প্রতি হামলার আশঙ্কায় নিজের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন