‘তল্পিবাহক’ - হলদিয়ার সমাবেশ থেকে বিচারকদের নজিরবিহীন আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিচারপতিদের মধ্যে কেউ কেউ আছেন যাঁরা তল্পিবাহকের ভূমিকা পালন করছেন। এখন কিছু হলেই সিবিআই। এমনকি খুনের মামলাতেও স্থগিতাদেশ দিচ্ছে। অভিযুক্তকে নিরাপত্তা দেওয়া যায় কিন্তু কখনও স্থগিতাদেশ দেওয়া যায় না।
হলদিয়ার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়
হলদিয়ার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ছবি - অফিসিয়াল ফেসবুক পেজ

কার্যত নজিরবিহীনভাবে বিচারব্যবস্থাকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারপতিদের মধ্যে কয়েকজনকে তল্পিবাহক বলেন তিনি।

শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে অভিষেক বলেন, বিচারপতিদের মধ্যে কেউ কেউ আছেন যাঁরা তল্পিবাহকের ভূমিকা পালন করছেন। এখন কিছু হলেই সিবিআই। এমনকি খুনের মামলাতেও স্থগিতাদেশ দিচ্ছে। অভিযুক্তকে নিরাপত্তা দেওয়া যায় কিন্তু কখনও স্থগিতাদেশ দেওয়া যায় না। পাশাপাশি তিনি বলেন, এই কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হতে পারে। তবে তিনি সতিয় কথা বলতে ভয় পান না। যেটা ঠিক সেট প্রয়োজনে একশো বার বলতেও রাজি।

তৃণমূল নেতার এহেন মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিরোধীদের মধ্যে কেউ কেউ বলেন, তৃণমূল সাংসদ হয়তো ভয় পেয়ে গেছেন তাই এমন মন্তব্য করছেন। নিজের পক্ষে রায় হলে বিচারব্যবস্থা ভালো আর বিপক্ষে রায় গেলেই খারাপ এইধরণের মানসিকতা একমাত্র তৃণমূলের থাকতে পারে।

প্রসঙ্গত, একের পর এক দুর্নীতি সামনে আসতেই রাজ্যের ভগ্নদশা চিত্রটা সকল রাজ্যবাসীর কাছে ফুটে উঠেছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি দুর্নীতি মামলায় চাকরি থেকে বরখাস্ত হলেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। বরখাস্ত হবার পাশাপাশি এতদিন পর্যন্ত অঙ্কিতা অধিকারী বেতন বাবদ যত টাকা পেয়েছেন তার সবটাই ফেরত দিতে হবে আদালতের কাছে।

শুধু এসএসসি দুর্নীতি নয়, কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার প্রত্যেকটি মামলায় আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এই মামলাগুলি তদন্ত করছে সিবিআই। বিশেষজ্ঞ মহলের মতে, সম্ভবত আদালতের কাছে বারবার তিরস্কৃত হয়েই এমন ধরেনের মন্তব্য করছেন তৃণমূল নেতারা।

হলদিয়ার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজ্যপালকে সরিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে এবার ব্রাত্য!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in