'ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত', নাম না করে পার্থকে বেলাগাম আক্রমণ কুণালের

ক্ষোভের সুরে কুণাল ঘোষ বলেন, ‘আইকোর মডেলকে যিনি তুলে ধরেছিলেন, তিনি আজ মন্ত্রী। তিনিই তখন আমায় পাগল বলেছিলেন। তাঁকে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত।’
পার্থ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ
পার্থ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষফাইল চিত্র
Published on

ফের তৃণমূলের অস্বস্তি বাড়ালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। গত কয়েকদিন ধরে তাঁর একের পর বিস্ফোরক মন্তব্যে এমনিতেই রাজ্য নেতৃত্ব কিছুটা চাপে। এই পরিস্থিতিতে ফের দলের এক মন্ত্রী এবং এক শীর্ষ নেতাকে নিশানা করলেন তিনি।

পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা মামলায় সোমবার সল্টলেকে বিধায়ক-সাংসদদের বিশেষ আদালতে হাজিরা দেন কুণাল ঘোষ। সেখানে ক্ষোভের সুরে বললেন, ‘আইকোরের মঞ্চে যাকে উঠে বক্তৃতা দিতে দেখা গিয়েছে, আইকোর মডেলকে যিনি তুলে ধরেছিলেন, তিনি আজ মন্ত্রী। তিনিই তখন আমায় পাগল বলেছিলেন। তিনি এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত।’

উল্লেখ্য, আইকর চিটফান্ড মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নাম জড়িয়েছে। এই মামলায় তাঁকে জেরাও করেছে সিবিআই। তাই কুণাল ঘোষের আক্রমণের নিশানা যে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে তা স্পষ্ট।

কুণাল আরও বলেন, ‘এখন তো অনেক প্রভাবশালীর চিকিৎসা হচ্ছে উডবার্ন ওয়ার্ডে। কিন্তু আমি যখন জেলে ছিলাম, তখন আমার দাঁতের যন্ত্রণার চিকিৎসা হয়নি। এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসাস্থল নয়, কয়েদিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।’

এখানে কুণালের আক্রমণের নিশানায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সম্প্রতি গরু পাচার মামলায় তাঁকে তলব করে সিবিআই। তারপর থেকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি তিনি। সুতরাং কুণালের কটাক্ষের নিশানা যে অনুব্রতই, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। তিনি বলেন, ‘আমি কখনও সিবিআই জেরা এড়িয়ে যাইনি।’

সম্প্রতি শিক্ষাক্ষেত্রে কয়েকটি দুর্নীতির অভিযোগের তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। আদালতের এমন নির্দেশেও পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কুনাল ঘোষ। তৃণমূল মুখপাত্র বলেছিলেন, এই দুর্নীতি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমলে হয়নি। হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে।

তৃণমূল মুখপাত্রের এই মন্তব্যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষকে আক্রমণ করেছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন, ‘কুণাল মন্ত্রিসভার সদস্য নন। আমাদের সব দায়িত্ব যৌথ। আমি সেই মন্ত্রিসভার সদস্য। পার্থদাও মন্ত্রিসভার সদস্য। তাই এটা পার্থদার একার বিষয় নয়। আমি মনে করিনা যেটা বলা হচ্ছে সেটা ঠিক।’

পার্থ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ
'তৃণমূলের কোনও নেতা বা মন্ত্রী অন্যায় করেন না' - SSC নিয়োগ দুর্নীতি বিতর্কে পার্থর পাশে ফিরহাদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in