TMC: মদনকে সতর্ক করলেন তৃণমূলের 'শৃঙ্খলারক্ষা কমিটি'র চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়

প্রকাশ্যে এমন কিছু বলা যাবে না, যাতে দলের শৃঙ্খলাভঙ্গ হয়। মদনকে ফোন করে সতর্ক করলেন তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র
পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রফাইল চিত্র

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করার পরই সতর্ক করা হল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। ‘সমস্যা থাকলে দলের ভিতরে বলুন’, প্রকাশ্যে এমন কিছু বলা যাবে না, যাতে দলের শৃঙ্খলাভঙ্গ হয়। মদনকে ফোন করে সতর্ক করলেন তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে নানা ইস্যুতে কখনও সাংবাদিক বৈঠক, কখনও ফেসবুকে, কখনও প্রকাশ্য সভায় মদন মিত্রের বেশ কিছু মন্তব্যে বিতর্ক তৈরি হয়। তাঁর মন্তব্যে শৃঙ্খলাভঙ্গ হচ্ছে বলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। তারপরেই তাঁকে সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি।

জানা যাচ্ছে, মদন মিত্রকে বলা হয়েছে, কোনওভাবেই সামাজিক মাধ্যমে দলের সম্পর্কে বিবৃতি দেওয়া যাবে না। কিছু বলার থাকলে তা নিয়ে আলোচনা দলের অন্দরেই করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন, 'আমি কথা বলেছি ওর সঙ্গে। যা বলার ওকে বুঝিয়ে বলেছি।'

গত শনিবার থেকে রাজ্য তোলপাড় মদন মিত্রের একটি ফেসবুক লাইভে। তিনি বলেছিলেন, 'কিছু চুটকি নেতা হঠাৎ দেখি বলছে, ‘এই জানিস আমি কে’ বলে নাচানাচি করছেন।' পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন…আমি বলছি মহাসচিব মহাশয়, আপনি বলছেন আপনি কেবল পার্থ চট্টোপাধ্যায় নন, মহাসচিবও…শৃঙ্খলারক্ষা কমিটির সভাপতি, আপনি বলুন, কোথায় কখন শৃঙ্খলা রক্ষা করতে হবে, কতটুকু করতে হবে।'

এরপর আরও বিস্ফোরক হয়ে মদনের অভিযোগ, 'এটা তো অস্বীকার করার জায়গা নেই, অভিষেকের অফিসে গেলে অভিষেককে পাওয়া যায় না। অফিসের তলায় যাঁরা দায়িত্বে থাকেন, তাঁদের পাওয়া যায়। আমাদের বাড়িতে লোক এলে জিজ্ঞাসা করে ওয়াশরুমটা কোন দিকে? আমরা দেখাই ওদিকে। তেমনি নিয়মরক্ষা কোনদিকে বলে দিলে, সেদিকে যেতে পারি। আমারও যদি কিছু মনে হয় নিয়মরক্ষায় জানাব। পার্টি বেআইনি মনে করলে আমাকে চিঠি দেবে, আমি উত্তর দেব।'

তাহলে কিছু বলার থাকলে জানাবেন কাকে? প্রশ্ন তুললেন কামারহাটির বিধায়ক। যদিও এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে, দলের বিরুদ্ধে কোনও বক্তব্য নেই তাঁর। এরপরই দলের মহাসচিব পার্থকে কটাক্ষ করে মদন বলেন, ‘উনি যদি আমায় বলেন, ওঁর বাড়ির নীচে থাকা কনস্টেবলকে অভিযোগ দিয়ে আসতে হবে, আমি সেখানেই দিয়ে আসব।’

পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র
WB TMC: কোথায় জানাবো অভিযোগ? দলের শৃঙ্খলা রক্ষা কমিটির দিকে আঙুল তুলে প্রশ্ন মদনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in