Bhatpara: নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের

People's Reporter: ভাটপাড়া থানার কাছাকাছি একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা আশোক সাউ। অভিযোগ, সেই সময় হঠাৎ দোকানে ঢুকে অশোককে লক্ষ্য করে গুলি চালায় তারা।
বোমাবাজি ও ভাঙচুরের পর ভাটপাড়ার চায়ের দোকান
বোমাবাজি ও ভাঙচুরের পর ভাটপাড়ার চায়ের দোকানছবি - সংগৃহীত
Published on

বুধবার উত্তর ২৪ পরগণার নৈহাটিতে চলছে উপনির্বাচন। নির্বাচন চলাকালীনই এর পার্শ্ববর্তী এলাকা ভাটপাড়ায় চলল গুলি। ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। বোমাবাজির অভিযোগও ওঠে। ভাঙচুর করা হয় চায়ের দোকান। ঘটনায় জখম হন অশোক সাউ। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ভোটের দিন থমথমে ভাটাপাড়া।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ভাটপাড়া থানার কাছাকাছি একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা আশোক সাউ। অভিযোগ, সেই সময় হঠাৎ দোকানে ঢুকে পড়েন কিছু দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই অশোককে লক্ষ্য করে গুলি চালায় তারা। পাশাপাশি, দোকানের ভিতরে ও বাইরে শুরু হয় বোমাবাজি। এখানেই শেষ নয়, চায়ের দোকানের জিনিসপত্র ভাঙচুর করে পালিয়ে যান দুষ্কৃতীরা।

এই ঘটনায় জখম হন অশোক সাউ। দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এরইমধ্যে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের খোঁজ মেলেনি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

দোকানদারের দাবি, অশোক রোজই তাঁর দোকানে চা খেতে যেতেন। দোকানে খুব ভিড় ছিল। তিনি চা দিতে ব্যস্ত ছিলেন। সেইসময় হঠাৎ করে গোলমাল শুরু হয়। তবে এই ঘটনার পিছনে কে বা কারা আছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। স্থানীয়রা জানাচ্ছেন, রাস্তা থেকে বোমাবাজি করতে করতে চায়ের দোকানে ঢোকে দুষ্কৃতীরা। দোকানে ভাঙচুর চালিয়ে এবং তৃণমূল নেতাকে গুলি করে পালিয়ে যায় তারা। যদিও বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলেই মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। উল্লেখ্য, ২০২৩ সালেও অশোকের উপর একবার হামলা হয়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ‘তিন জন চায়ের দোকানে ঢুকে অশোক সাউকে গুলি করে। স্থানীয়দের দাবি, একটি বোমাও ছোড়া হয়। অশোকবাবুর পিঠে গুলি লেগেছে।’

অলোক আরও বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এক বার আক্রান্ত হয়েছিলেন অশোক। সে বার আকাশ নামে এক অভিযুক্তের খোঁজ মেলে। পরে তিনি মারা যান। এ বারের ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।’

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in