BJP-র সুপারি নিয়েছেন বলেই কি পিসি-ভাইপো কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার বিষোদগার করছেন? - অধীর

তিনি আরও বলেন - 'আরএসএসের জন্মলগ্ন থেকে কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করে আসছে। আর তৃণমূল নেত্রী বিজেপির সঙ্গে ঘর করে, কখনও তার জন্য ক্ষমা না চেয়ে এখন কংগ্রেসের দোষ ধরছেন।'
অধীর চৌধুরী , মমতা বন্দ্যোপাধ্যায়
অধীর চৌধুরী , মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র
Published on

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সিবিআই-ইডির মতো তদন্তকারী সংস্থাগুলিকে বারবার তৃণমূলের বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার এমন অভিযোগ তুলেছেন। শুধু মমতা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারাও এই ব্যাপারে বহুদিন ধরে সরব। বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের নাম করেও নানা সময় এইসব তোপ দাগা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

এবার বিজেপিকে ছেড়ে কংগ্রেসে-সিপিএমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কংগ্রেসের যাঁরা ‘মাথা’ (মেইন লোক), সিবিআই-ইডি তাঁদের গায়ে হাত দেয় না কেন। তাঁর দাবি, ওরা (বিজেপি) জানে, মমতা মাথা নত করেন না। শুক্রবার তিনি বলেন, ‘মমতা যাতে কোনও ভাবেই ক্ষমতায় না আসতে পারে, এটাই ছিল ওদের টার্গেট। তাই ওকে যে কোনও ভাবে হারাতে হবে।’

একই প্রশ্ন সিপিএম সম্পর্কেও। মমতা বলেন, ‘সিপিএম বাংলায় ৩৪ বছর রাজত্ব করেছে। কত অন্যায় করেছে? ওদের বিরুদ্ধে একটাও সিবিআই, ইডি মামলা করেছে? করেনি। শুধু চিদম্বরমের (প্রাক্তন অর্থমন্ত্রী) গায়ে হাত দিয়েছে। কিন্তু কংগ্রেসের মাথার কারওর গায়ে তো হাত দেয়নি।’ কংগ্রেসের মাথা বলতে যে তিনি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ‘বিজেপির সুপারি নিয়েছেন বলেই কি পিসি-ভাইপো লাগাতার কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার করছেন? ... সনিয়া গান্ধীর সঙ্গে বিরোধী শিবিরের বৈঠক করছেন আবার তাঁদেরই অপরাধী বানাচ্ছেন।' তিনি আরও বলেন - 'আরএসএসের জন্মলগ্ন থেকে কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করে আসছে। আর তৃণমূল নেত্রী বিজেপির সঙ্গে ঘর করে, কখনও তার জন্য ক্ষমা না চেয়ে এখন কংগ্রেসের দোষ ধরছেন।'

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘বামফ্রন্ট ৩৪ বছর সরকারে থাকলেও কারও সাহস হয়নি কেলেঙ্কারির কালি লাগানোর। সিবিআই, ইডি তাই লাগানো যায়নি। মুখ্যমন্ত্রীও সিআইডি, তদন্ত কমিশন কত কিছু করেছেন। কিছু পেয়েছেন?’

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in