কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎ শিল্পের ছোঁয়া এবার পাড়ি দিতে চলেছে বিদেশে
নিজস্ব চিত্র

কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎ শিল্পের ছোঁয়া এবার পাড়ি দিতে চলেছে বিদেশে

সূত্রের খবর, ৩ মাস আগে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সুবীর পালের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির অর্ডার আসে। সেইমতো তিনি কাজ শুরু করেন।
Published on

নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎ শিল্পের ছোঁয়া বিদেশে পাড়ি দিতে চলেছে। নদীয়ার কৃষ্ণনগর মৃৎশিল্পীর তৈরী বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি এবার পাড়ি দেবে বাংলাদেশ। নদীয়ার কৃষ্ণনগর মৃৎশিল্পীদের আবারো সাফল্যের মুকুট। এবার কৃষ্ণনগরে মৃৎশিল্পী হাতে বানানো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দেবে সুদূর বাংলাদেশ।

নদীয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্পী সুবীর পাল। এর আগেও একাধিক মূর্তি তৈরি করে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান। এছাড়া বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। সূত্রের খবর, ৩ মাস আগে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সুবীর পালের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির অর্ডার আসে। সেইমতো তিনি কাজ শুরু করেন। তিন মাস পর প্রাইমারির মূর্তি শেষ হওয়ার পর সেই মূর্তিটিকে দেখতে আসেন বাংলাদেশ হাইকমিশন কলকাতার প্রতিনিধি ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

মৃৎশিল্পী সুবীর পাল জানান, হাই কমিশনের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে। তারা মূর্তিটি দেখে অ্যাপ্রভাল দিলে এই মূর্তিটি ব্রোঞ্জ ধাতুর তৈরি হবে। তারপরে বাংলাদেশে পাঠানো হবে এই মূর্তিটি। এর পাশাপাশি তিনি বলেন এটি শুধুমাত্র কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের সুনাম নয়, এর ফলে দুই বাংলার মিলন আরো দৃঢ় হবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in