আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে বিক্ষোভ, স্বজন-পোষণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

People's Reporter: অভিযোগ, তালিকা থেকে প্রকৃত প্রাপকদের নাম বাদ দেওয়া হচ্ছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও শাসকদলের নেতাদের বা নেতাদের ঘনিষ্ঠদের ফের নাম তোলা হচ্ছে আবাস যোজনার তালিকায়।
আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হতেই বিক্ষোভ রায়দিঘিতে
আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হতেই বিক্ষোভ রায়দিঘিতেছবি - সংগৃহীত
Published on

বিধানসভা উপনির্বাচনের এলাকাগুলি বাদ দিয়ে রাজ্যে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষার কাজ। সমীক্ষা শুরু হতেই দিকে দিকে বিক্ষোভ। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকে শাসক দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্বজন-পোষণ, নামের গরমিল করা সহ একাধিক অভিযোগ উঠেছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরের ২ নম্বর ব্লকের রায়দিঘিতে আবাস যোজনার কাজ শুরু হতেই শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। গত ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে আবাস যোজনার কাজ। চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। ঘূর্ণিঝড় ‘ডানা’র জন্য এই কাজ দু’দিন বন্ধ থাকলেও ফের শনিবার থেকে শুরু হয়েছে এই কাজ। এবারেও সমীক্ষা শুরু হতে একই অভিযোগ তুললেন এলাকার বাসিন্দারা।

শনিবার একদফা ক্ষোভ-বিক্ষোভ হয়। সেদিন পাথরপ্রতিমায় আটক করে রাখা হয় সমীক্ষকদের। এরপর সোমবার রায়দিঘির কয়েক হাজার মানুষ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তালিকা থেকে প্রকৃত প্রাপকদের নাম বাদ দেওয়া হচ্ছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও শাসকদলের নেতাদের বা নেতাদের ঘনিষ্ঠদের ফের নাম তোলা হচ্ছে আবাস যোজনার তালিকায়। শাসক দলের বিরুদ্ধে উঠেছে স্বজন-পোষণের অভিযোগ।

অভিযোগ তুলে বিডিওর গাড়ি আটক করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই অভিযোগ নিয়ে এলাকার বিডিও নাজির হোসেন জানিয়েছেন, প্রকৃত প্রাপকদের ঘর দিতে জেলা স্তর থেকে আসা তালিকার ভিত্তিতে সমীক্ষা চলছে গ্রামে। যার কাঁচা বাড়ি আছে সে বাড়ি পাবে। বিডিও অফিসের অনুরোধে নতুন করে নাম জমা দেওয়ার কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে যায়।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in