কয়লা কাণ্ডে চার্জশিট পেশ করবে সিবিআই, থাকতে পারে ১০ জন প্রভাবশালীর নাম

চার্জশিটে মোট ১০ জন প্রভাবশালীর নাম থাকতে পারে বলে নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে
কয়লা কাণ্ডে চার্জশিট পেশ করবে সিবিআই, থাকতে পারে ১০ জন প্রভাবশালীর নাম
ফাইল ছবি
Published on

কয়লাকাণ্ডে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। চার্জশিটে মোট ১০ জন প্রভাবশালীর নাম থাকতে পারে বলে নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে। তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাদের মধ্যে ছয়জনই পুলিশ আধিকারিক।

চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে আছে অনুপ মাঝি ওরফে লালা, বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, অশোক মিশ্র সহ একাধিক জনের নাম। অভিযোগ, পুরুলিয়া জেলায় প্রথম কয়লাপাচার শুরু হয়। তাই পুরুলিয়া ছেলে অনুপ মাঝির নাম চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ রয়েছে৷ কীভাবে পাচার করা হত কয়লা?

সূত্রের খবর, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় রেলপথে কয়লা সরবরাহের সময়ে আচমকাই ট্রেনের গতি কমে যেত। লালার লোকজন ট্রেনের ছাদে উঠে কয়লা ফেলত রেললাইনের ধারে। ১০-১৫ মিনিটের কাজেই কোটি কোটি টাকা আত্মসাৎ করত। এরপর সেই কয়লা রাজ্য এবং জাতীয় সড়ক হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত।

কয়লাকাণ্ডে বড় শিল্পপতিরাও যুক্ত থাকতে পারেন বলে সিবিআই মনে করছে। রেলের একাধিক আধিকারিককেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল। প্রসঙ্গত, এর আগে লালাকে গ্রেফতার করার ক্ষেত্রে কয়েকবার রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in