

‘আরএসএস, বিজেপির থেকেও ভয়ঙ্কর ত্বহা সিদ্দিকি।’ ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকির বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল। তিনি অবশ্য পাল্টা তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগে হুগলির এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন ফুরফুরা শরিফের পিরজাদা।
গত শনিবার ওই এলাকায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে ত্বহা স্বেচ্ছাসেবী সংস্থার প্রশংসা করেন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতাদের তোলাবাজ বলে কটাক্ষ করেন। এরপরই তারকেশ্বরের পিয়াসারা এলাকায় ত্বহা সিদ্দিকির বিরুদ্ধে পোস্টার পড়ে। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পোস্টারও তুলে দেওয়া হয়।
পিরজাদার অভিযোগ, ‘এলাকার কিছু সুবিধাবাদী তৃণমূল নেতা নিজেদের স্বার্থের জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাঁরা দিনে তৃণমূল আর রাতে বিজেপি করেন।’ তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি রামেন্দু সিং রায়। তিনি জানান, ‘আমি এই বিষয়ে কিছু জানি না।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন