ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই চোপড়ায় ডিজে বাজিয়ে নাচ ছাত্রদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষিত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দ উল্লাসে মেতে উঠল ছাত্রছাত্রীরা। রীতিমতো ডিজে বাজিয়ে নেচে গেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়ধ্বনি দিল পড়ুয়ারা। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রামগঞ্জে। রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা আনন্দ উল্লাসের মধ্যেই আওয়াজ তুলল "রাজ্যে দিদি আর একবার"।

ট্যাবের জন্য টাকা পাওয়ার আনন্দে মাতোয়ারা রামগঞ্জ হাইস্কুলের পড়ুয়ারা বলেন গ্রামগঞ্জের পড়ুয়াদের ট্যাব কেনার ক্ষমতা ছিলনা। মুখ্যমন্ত্রী তাদের ট্যাব কেনার টাকা দিয়ে ভীষণভাবে উপকৃত করেছেন তাই আজ তাদের এত আনন্দ। আনন্দ উল্লাসের মাঝেই পড়ুয়ারা আওয়াজ তোলে "রাজ্যে মমতা ব্যানার্জি আরও একবার"।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in