বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে আজ ১২ ঘন্টার ধর্মঘট ডেকেছে বাম ও বাম সহযোগী দলসমূহ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সকাল ৬টা থেকেই ধর্মঘটের সমর্থনে পথে নেমেছেন বাম কর্মীরা। যদিও এই ধর্মঘট ঠেকাতে তৎপর প্রশাসন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারী কর্মীদের অফিসে আসতেই হবে, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছুটি নেওয়া যাবে না, অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।