
বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে আজ ১২ ঘন্টার ধর্মঘট ডেকেছে বাম ও বাম সহযোগী দলসমূহ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সকাল ৬টা থেকেই ধর্মঘটের সমর্থনে পথে নেমেছেন বাম কর্মীরা। যদিও এই ধর্মঘট ঠেকাতে তৎপর প্রশাসন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারী কর্মীদের অফিসে আসতেই হবে, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছুটি নেওয়া যাবে না, অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন