গোপীগঞ্জ দাসপুর পশ্চিম মেদিনীপুরে সকাল থেকে বনধের সমর্থনে অবরোধ
গোপীগঞ্জ দাসপুর পশ্চিম মেদিনীপুরে সকাল থেকে বনধের সমর্থনে অবরোধছবি চন্দ্রশেখর দাস

LIVE BLOG: আজ রাজ্যে হরতাল, সকাল থেকে রাস্তায় বাম কর্মী সমর্থকরা

হাওড়া দানেশ শেখ লেনে বনধের সমর্থনে মিছিল

ছবি পাপিয়া নন্দী
মহিষাদলে মিছিল
মহিষাদলে মিছিলছবি সংগৃহীত

বামেদের ডাকা ধর্মঘটে স্তব্ধ পুরুলিয়া

ছবি সিপিআই(এম) পুরুলিয়া থেকে সংগৃহীত

বনধের সমর্থনেএন্টালী থেকে বামেদের মিছিল

নিজস্ব চিত্র

খড়গপুর সতকুই তে মিছিল ও 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ

ছবি - দিলীপ সাউ

চন্ডীতলা মশাটে পথ অবরোধ

ছবি সোমনাথ ঘোষ

ডানকুনিতে চলছে পথ অবরোধ

ছবি সিদ্ধার্থ

পান্ডুয়া রেল স্টেশনে অবরোধ

ছবি জয়দেব ঘোষ

পাঁশকুড়া মেচগ্রামে রাস্তা অবরোধ

ছবি সংগৃহীত

বর্ধমানে অবরোধ

ছবি সংগৃহীত

মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব চিত্র

বেলঘড়িয়ায় রেল অবরোধ

ছবি সংগৃহীত

 ধর্মঘটের সমর্থনে পান্ডুয়ায় রেল অবরোধ

নিজস্ব চিত্র

ধর্মঘটের সমর্থনে কালনার ধাত্রীগ্রামে পথ অবরোধ

ছবি সংগৃহীত

স্টেশনে স্টেশনে অবরোধ, ব‍্যাহত রেল পরিষেবা

বামেদের ডাকা ১২ ঘন্টার ধর্মঘটের জেরে একাধিক স্টেশনে আটকে রয়েছে ট্রেন। হুগলির পান্ডুয়া স্টেশনে সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেনের নেতৃত্বে রেল অবরোধ করেন বাম কর্মীরা। সকাল সাড়ে আটটা থেকে বন্ধ ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেল ধাখায় ডোমজুর স্টেশনে রেল অবরোধ। আটকে রয়েছে ডাউন আমতা-হাওড়া লোকাল। কাঁচরাপাড়া স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। ব‍্যাহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ধর্মঘটীরা। এর ফলে ব‍্যাহত হয় ট্রেন চলাচল। অশোকনগর রেল স্টেশনেও অবরোধ করেন বাম কর্মীরা। আটকে পড়ে মাতৃভূমি লোকাল।

ধর্মঘটের সমর্থনে বেলা ১১টায় এন্টালি থেকে বাম মিছিলের ডাক

ধর্মঘটের সমর্থনে বেলা ১১টা থেকে এন্টালি মার্কেটের কাছ থেকে মিছিল শুরু করবে বামেরা। উপস্থিত থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই রাজ‍্য সম্পাদক স্বপন ব‍্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।

ধর্মঘটের সমর্থনে কলকাতায় মিছিল, কোচবিহার, বাঁকুড়ায় ভালো প্রভাব

ধর্মঘটে ভালো প্রভাব পড়েছে বাঁকুড়ায়। জেলার মূল বাজারগুলোতে অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে। বেসরকারি বাস চলাচল বন্ধ।

ধর্মঘটের সমর্থনে বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল বাম কর্মী, সমর্থকদের

কোচবিহারে বনধের ভালো প্রভাব লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বন্ধ বেসরকারি বাস। হাতে গোনা কয়েকটি সরকারি বাস চলছে। যদিও ধর্মঘট বানচাল করতে ঝান্ডা হাতে পথে নেমেছে শাসকদলের কর্মীরা। পুলিশকে সহায়তায় যানবাহন চলাচলে সাহায্য করছে তারা।

পশ্চিম মেদিনীপুরে ধর্মঘটের সমর্থনে বামেদের পাশাপাশি রাস্তায় কংগ্রেস কর্মীরা, ডোমজুড়ে রাস্তায় ফুটবল

ডোমজুড়ে রাস্তা আটকে ফুটবল খেললেন বাম কর্মী সমর্থকরা। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন।

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মীরা। পরে পুলিশ এসে অবরোধকারীদের হঠিয়ে দেয়।

ধর্মঘটের সমর্থনে বারাসাত চাপাডালি মোড় অবরোধ, বেশ কিছুক্ষণ বন্ধ যান চলাচল

ধর্মঘটের সমর্থনে সকালে বারাসাত-চাঁপাডালি মোড় অবরোধ করেন বাম সমর্থকরা। আটকে যায় সরকারি বাস। পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কিছুক্ষণ সম্পূর্ণ বন্ধ ছিল যশোর রোড ও টাকি রোডের সংযোগস্থল।

জেলায় জেলায় ধর্মঘটে ভালো সাড়া

  • ধর্মঘটের সমর্থনে সকালেই যাদবপুরে মিছিল বের করেছে বামেরা।

  • সকালেই উত্তরপাড়ার জিটি রোডের ধাড়সা মোড় অবরোধ করেন ধর্মঘটীরা। রাস্তা আটকে ফুটবল খেললেন বাম সমর্থকরা।

  • লেকটাউনের কালিন্দী মোড়ে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা।

  • বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড চত্বরে বাম ও কংগ্রেসের মিছিল। সকাল থেকে রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়েনি। সিউড়ি বাসস্ট্যান্ডের চিত্রটাও একই।

বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের নির্মম অত‍্যাচারের প্রতিবাদে আজ ১২ ঘন্টার ধর্মঘট ডেকেছে বাম ও বাম সহযোগী দলসমূহ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সকাল ৬টা থেকেই ধর্মঘটের সমর্থনে পথে নেমেছেন বাম কর্মীরা। যদিও এই ধর্মঘট ঠেকাতে তৎপর প্রশাসন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারী কর্মীদের অফিসে আসতেই হবে, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছুটি নেওয়া যাবে না, অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in