Mahua Moitra: মহুয়া মৈত্রর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে মমতাকে চিঠি ছয় তৃণমূল বিধায়কের

People's Reporter: অভিযোগ পত্রে স্বাক্ষর রয়েছে তাঁরই লোকসভা কেন্দ্রের পাঁচ বিধায়কের। এবং বাকি একজন হলেন মহুয়া মৈত্রের পুরানো বিধানসভা কেন্দ্র করিমপুরের বিধায়ক।
মহুয়া মৈত্র
মহুয়া মৈত্রফাইল ছবি
Published on

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দলেরই ছয় বিধায়ক। যার মধ্যে রয়েছেন তাঁরই লোকসভা কেন্দ্রের পাঁচ বিধায়ক। এবং বাকি একজন হলেন মহুয়া মৈত্রের পুরানো বিধানসভা কেন্দ্র করিমপুরের বিধায়ক।

অভিযোগ পত্রে স্বাক্ষর রয়েছে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁর, পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের (যিনি সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন), কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের এবং কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (লাল)-এর।

এছাড়া অভিযোগ পত্রে সই রয়েছে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়ের। করিমপুর কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত নয়, মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্রের অন্তর্গত। তবে অভিযোগ পত্রে স্বাক্ষর নেই কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের, যিনি এখন অসুস্থ হয়ে গৃহবন্দি।

মহুয়ার বিরুদ্ধে ছয় বিধায়কের অভিযোগ, বিধায়কদের এড়িয়ে তিনি তিন ব্লক সভাপতি-সহ ১১৫ জন বুথ সভাপতি এবং ১৬ সভাপতি বদল করেছেন। এছাড়া, বিধায়কদের এড়িয়ে তাঁদের এলাকায় যাতায়াত করেন সাংসদ। ওই ছয় বিধায়কের আরও অভিযোগ, সংখ্যালঘু এলাকায় কুখ্যাত তোলাবাজ ও সমাজবিরোধীদের নিয়ে চলাফেরা করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন মহুয়া। বিধায়কদের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করবেন বলে একাধিক ব্লক নেতাদের প্রতিশ্রুতিও দিচ্ছেন, যাদের এলাকায় বিজেপি বিরোধী কর্মসূচিতে দেখা যায় না। অন্যদিকে, বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ করতে উসকানি দিচ্ছে।

যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সাংসদ মহুয়া মৈত্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন সংসদের শীতকালীন অধিবেশন চালু থাকার জন্য। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় অভিযোগ উঠেছিল, চাপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ব্লক সভাপতি জেবের শেখকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন মহুয়া। যদিও ওই কেন্দ্রে জেতেন রুকবানুর। তাঁদের অভিযোগ, আগামী দিনেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই অভিযোগ পত্র দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও। জানা যাচ্ছে, বিধানসভা অধীবেশন চলাকালীন ওই ছয় বিধায়ক মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তোলেন। তখনই বলা হয়, লিখিত ভবে দলীয় নেত্রীকে অভিযোগ পত্র জমা দিতে। সেই নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন ছয় বিধায়ক।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in