Sandeshkhali: তৃণমূলে যোগ সন্দেশখালি কাণ্ডে নেতৃত্ব দেওয়া BJP নেত্রীর, বললেন, ‘পুরো ঘটনাটাই সাজানো’

People's Reporter: সিরিয়া বলেন, বসিরহাটের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর আমি সন্দেশখালিতে যাই। কিন্তু গিয়ে দেখলাম সম্পূর্ণ বানানো গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত, মোবাইল দেওয়া হত।
শশী পাঁজা (বাঁদিকে), সিরিয়া পারভিন (মাঝে), মমতাবালা ঠাকুর (ডানদিকে)
শশী পাঁজা (বাঁদিকে), সিরিয়া পারভিন (মাঝে), মমতাবালা ঠাকুর (ডানদিকে) ছবি - তৃণমূলের এক্স হ্যান্ডেলে ভিডিও থেকে
Published on

আগামী ১ জুন সপ্তম দফায় নির্বাচন উত্তর ২৪ পরগণার বসিরহাট লোকসভা কেন্দ্রে। তার আগে ফের ভাঙন কেন্দ্রীয় শাসক শিবিরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালি ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া মহিলা বিজেপি কর্মী সিরিয়া পারভিন। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেওয়ার পর সিরিয়া অভিযোগ তোলেন, “সন্দেশখালির পুরো ঘটনাটাই সাজানো।“

বিজেপির বসিরহাটের জেলা সম্পাদক পদে ছিলেন সিরিয়া। সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি পুলিশ আটকে দিলে, সুকান্ত উঠে গিয়েছিলেন পুলিশের গাড়ির বনেটে। সেখানেই তাঁর সঙ্গে দেখা গিয়েছিল সিরিয়াকে। সেই সিরিয়াই বৃহস্পতিবার শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।

তৃণমূলে যোগ দিয়ে সিরিয়া জানান, “আমার লড়াই মহিলাদের সম্মানের জন্য। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিত, ধর্ষিত শুনে তাঁদের হয়ে আমি লড়াই করছিলাম। কিন্তু অনেক দিন ধরেই এ বিষয়ে একাধিক প্রশ্ন মনে উঁকি মারছিল। সন্দেশখালিতে গিয়ে সে সব প্রশ্নের উত্তর পেয়েছি। তার পরে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।“

সিরিয়া আরও বলেন, “বসিরহাটের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর আমি সন্দেশখালিতে যাই। কিন্তু গিয়ে দেখলাম, এটা সম্পূর্ণ বানানো গল্প। সেখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত, মোবাইল দেওয়া হত। কবে, কী হবে, আগে থেকে মিডিয়াকে খবর দিয়ে দেওয়া হত। ২০১৬ সাল থেকে আমি পার্টির সঙ্গে ছিলাম। এ সব দেখে মন ভেঙে যায়।“

এরপর ১৫ মে প্রসঙ্গে সিরিয়া বলেন, “১৫ মে সন্দেশখালিতে আবার এক মহিলা নতুন করে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ করেন। আমার কাছে ফোন আসে, সন্দেশখালি যেতে হবে। মেসেজ আসে, ‘এটা আমাদের তৈরি করা’ বলে। গিয়ে দেখলাম, পুলিশের এফআইআরে বলা হয়েছে, মহিলার শ্লীলতাহানি হয়েছে। পরের দিন ওই মহিলা গোপন জবানবন্দি দিতে গিয়ে বলেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। সে দিন আমার মন আরও ভেঙে যায়।“

এরপর তৃণমূল নেতাদের বিরুদ্ধে সন্দেশখালির মহিলাদের রাতে ডেকে পিঠে বানানো প্রসঙ্গে তিনি বলেন, “পিঠে আসলে বিজেপির লোকজন বানান। বিজেপিতে পিঠে বানিয়ে দিলে বাড়তি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। সন্দেশখালির ঘটনার কারণে বাংলায় আমরা নারীদের সম্মানের সঙ্গে রাজনীতির রং গুলিয়ে ফেলেছি। এটা বন্ধ হওয়া দরকার। আরও অনেক পরিকল্পনা রয়েছে সন্দেশখালিতে। আরও অনেক কিছু ঘটানো হবে।“

শশী পাঁজা (বাঁদিকে), সিরিয়া পারভিন (মাঝে), মমতাবালা ঠাকুর (ডানদিকে)
Lok Sabha Polls 24: পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্রে ৭৯ প্রার্থী, ষষ্ঠ দফায় রাজ্যে বাহিনী বৃদ্ধি ৫৬ শতাংশ
শশী পাঁজা (বাঁদিকে), সিরিয়া পারভিন (মাঝে), মমতাবালা ঠাকুর (ডানদিকে)
Lok Sabha Polls 24: ষষ্ঠ দফায় একনজরে বাংলার কোটিপতি প্রার্থীর তালিকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in