অনুব্রতর বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, জানিনা কেন নাম রয়েছে - CBI চার্জশিটে সাক্ষী প্রসঙ্গে শতাব্দী

তিনি বলেন, তিনি সিবিআই-র কাছে অনুব্রতর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। তিনি জানেন না কেন তাঁর নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।
অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়
অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

গোরু পাচার কাণ্ডে সিবিআই-র চার্জশিট সাক্ষী হিসেবে নাম রয়েছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শতাব্দী রায়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগই নেই! এমনটাই জানালেন অভিনেত্রী।

অনুব্রত মণ্ডলের নামে ৩৫ পাতার চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে দেখা যায় সাক্ষী হিসেবে নাম রয়েছে শতাব্দী রায়ের। গত দু’দিন ধরে যা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে ছিল। এদিন সেই জল্পনার অবসান ঘটালেন শতাব্দী রায় নিজেই। তিনি বলেন, তিনি সিবিআই-র কাছে অনুব্রতর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। তিনি জানেন না কেন তাঁর নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।

তৃণমূল সাংসদ আরও বলেন, সিবিআই আধিকারিকেরা একটি ফোন নম্বর তাঁকে দেখান। সেই নম্বর থেকে তিনি কাদের সাথে কথা বলেছিলেন তা জানতে চাওয়া হয়। কিন্তু শতাব্দী রায় জানান ওই ফোন নম্বরটি তিনি ব্যবহার করেন না।

৩৫ পাতার চার্জশিটে ৪৬ নম্বরে তৃণমূল সাংসদের নাম আছে। শতাব্দী রায় ছাড়াও এক ব্যাঙ্ক ম্যানেজার, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সহ অন্যান্য সংস্থার আধিকারিকের নামও রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৬০ নম্বর ধারায় (Criminal Procedure) তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নোটিশ পাঠানো হয়। তদন্তে সাক্ষী হিসাবে ভারতীয় দণ্ডবিধির ১৬১ নম্বর ধারা অনুযায়ী শতাব্দী রায়ের বয়ান রেকর্ড করে সিবিআই।  

শতাব্দী রায় ও বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার সম্পর্কে খুব একটা ভালো নয় সেটা অনেকেই জানেন। এর আগে সোশ্যাল মিডিয়াতে নাম না করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল শতাব্দী রায়ের নামে তৈরি একটি ফেসবুক পেজ। সেখানে বলা হয়েছিল তৃণমূল সাংসদকে কাজ করতে দেওয়া হচ্ছে না। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছিলেন অনুব্রত মণ্ডল। তবে দুজনের সম্পর্কের বরফ কিছুটা গলতেও দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতির গ্রেফতারির পর। সেটা যে ফের একবার প্রমাণ করলেন শতাব্দী রায় তা আর বলার অপেক্ষা রাখে না।

অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়
'আর কে'-র আসল পরিচয় কী? মানিকের ফোন মারফত আরও সন্দেহজনক তথ্য ইডি আধিকারিকদের হাতে
অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়
'চোর ধরো, জেল ভরো বললেই শুভেন্দু নিজের মুখটা আয়নায় দেখতে পায়' - শুভেন্দুকে পাল্টা সেলিমের
অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়
Kalyani AIIMS: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব সিআইডি-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in