Birbhum: তৃণমূল নেতার মৃত্যুর পর উত্তপ্ত রামপুরহাট, একাধিক বাড়িতে আগুন, উদ্ধার ১০ ঝলসানো মৃতদেহ

অনুব্রত মন্ডল জানিয়েছেন, টিভি থেকে শর্টসার্কিট হয়ে একটি বাড়িতে আগুন লাগে। তা থেকে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া বাড়ি (ইনসেটে নিহত উপপ্রধান)
আগুনে পুড়ে যাওয়া বাড়ি (ইনসেটে নিহত উপপ্রধান) ছবি সংগৃহীত

তৃণমূল নেতার মৃত্যুর পর অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট। এখনও পর্যন্ত ১০ জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বহু। ঘটনাস্থলে বিশাল পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা ছুড়ে হত‍্যা করার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে। সেখানেই একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেইসময় তাঁর ওপর হামলা হয়। তৎক্ষণাৎ তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তৃণমূল নেতার মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে বটগুই গ্রাম। পরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ভাদু শেখের অনুরাগীদের বিরুদ্ধে। সোমবার রাতেই তিনটি ঝলসানো দেহ উদ্ধার করে দমকল বাহিনী। মঙ্গলবার সকালে আরও সাতটি দেহ উদ্ধার করা হয়। এই সাতটি মৃতদেহ একটি বাড়ির একটি ঘরের মধ্যেই ছিল। একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, নেতার খুনের প্রতিশোধ নিতে গ্রামবাসীদের ওপর হামলা চালাচ্ছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা‌।

যদিও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছেন, টিভি থেকে শর্টসার্কিট হয়ে একটি বাড়িতে আগুন লাগে। তা থেকে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে যায়।

পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিমও। এলাকায় এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in