Durgapur: মাঝরাতে সরকারি দফতরে ভয়াবহ আগুন! পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ নথি

People's Reporter: রাত ২টো নাগাদ আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ১০-১২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্গাপুরে সরকারি অফিসে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ নথি। ঘটনাস্থলে দমকলের ১০-১২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে। দুর্গাপুর সিটি সেন্টারের পাশে অবস্থিত আসানাসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দফতরে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর সোমবার রাত ২টো নাগাদ আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ১০-১২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল কর্মীরা জানান, দফতরের ভিতরে থাকা একাধিক নথি পুড়ে ছাই হয়ে গেছে। ভিতরে থাকা সামগ্রীও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আগুন লাগার নির্দিষ্ট কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে জানানো হয়েছে শর্ট সার্টিক থেকে আগুন ছড়িয়েছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক মতো কাজ করেনি।

জেলা শাসক জানান, "আমি রাত ৩টের সময় জানতে পারি এই দফতরে আগুন লেগেছে। সমস্ত আধিকারিকদেরই খবর পাঠানো হয়েছে। অতিও দ্রুততার সাথে দমকল বিভাগ কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।"

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি বলেন, বহু নথি, বহু দলিল ছিল দফতরে। সব পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের তরফ থেকে উচ্চপর্যায়ের তদন্ত হবে। তারপর জানা যাবে কীভাবে আগুন লেগেছে।অ্যা

প্রতীকী ছবি
Migrant Labour: জব কার্ড থেকেও কাজ নেই! ভিন রাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ গেল বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের
প্রতীকী ছবি
Murshidabad: বিরোধীদের সমর্থনে বোর্ড গঠনের অভিযোগ! তৃণমূল বিধায়ককে শোকজ করল দল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in